8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানির অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

রোববার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে লেখা চিঠিতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন রানি এলিজাবেথ। সূত্র: সময় সংবাদ

 

ব্রিটেন কুইন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে (প্রেসিডেন্ট আবদুল হামিদ) খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

 

ওই বার্তায় রানি আরও বলেন, দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে সেটি আমাদের সম্পের্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল।

 

গতবছর একটি সমস্যা সংকুল বছর গেছে জানিয়ে ব্রিটেনের রানি বলেন, ‘আশা করি আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।’

 

২২ মার্চ ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

নাগরিকত্ব ফিরে পেলেন রাষ্ট্রহীন হওয়া সেই ব্রিটিশ বাংলাদেশি

ব্রিটেনে সরকার পরিবর্তনের ফলে চ্যানেল পাড়ি দেওয়াতে প্রভাব ফেলবে নাঃ দাতব্য সংস্থা

২০ বছরে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ কমেছে ১১ শতাংশ