10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হংকং নিয়ে ব্রিটেনের হস্তক্ষেপে ক্ষুব্ধ চায়না

ব্রিটিশ সরকার তথাকথিত ‘হংকং ইস্যুতে ছয় মাসের রিপোর্ট’ প্রকাশ করেছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, হংকং মূল ভূভাগে ফিরে এসেছে ২৬ বছর আগে। কিন্তু, ব্রিটিশ উপনিবেশের ঘুম ভাঙ্গে নি। বরং, তথাকথিত রিপোর্ট প্রকাশ করে হংকংয়ে হস্তক্ষেপ করতে চায়। যা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন করেছে। চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং এর দৃঢ় বিরোধিতা করে।

 

 

 

 

মুখপাত্র বলেন, চীন সরকার সবসময় সঠিকভাবে এবং দৃঢ়ভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ এবং ‘হংকংবাসীর হংকং পরিচালনার’ নীতি মেনে চলে। ১৯৯৭ সালের তুলনায় বর্তমানে হংকংয়ের নাগরিকরা আরো বেশি অধিকার ও স্বাধীনতা উপভোগ করছে।

বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে। হংকংয়ের আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক এবং নৌপথের কেন্দ্রীয় অবস্থান আরো মজবুত হয়েছে।

আরো পড়ুন

ব্রিটিশদের জীবনযাত্রার মান সবচেয়ে বড় পতনের সম্মুখীন

যুক্তরাজ্য সরকার ফিল্ম শ্যুটিংয়ের মতো প্রস্তুতি সম্পন্ন করছে রুয়ান্ডানীতি বাস্তবায়নে

নিউজ ডেস্ক

ব্রেক্সিট: যুক্তরাজ্যে অফিস খুলবে ইউরোপের ১ হাজার প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক