17.3 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হাই এন্ড ফিটনেস চেইন নিয়ে বিপাকে রিশি সুনাকের স্ত্রী

করদাতাদের ৪ লাখ ১৫ হাজার পাউন্ড ঋণ দেওয়ার ফলে চ্যান্সেলর রিশি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি সমর্থিত ফিটনেস বুটিক চেইন ভেঙে পড়েছে।

 

ডিগমে ফিটনেস, যা মহামারিতে একটি অনলাইন ব্যবসা হিসাবে নিজেকে পুনরায় চালু করতে সংগ্রাম করে যাচ্ছে, গত মাসে প্রশাসক নিয়োগ করেছে এবং তাদের প্রায় ৬.১ মিলিয়ন পাউন্ড পাওনা রয়েছে।

 

চ্যান্সেলরের স্ত্রী অক্ষতা মূর্তি ছিলেন ডিগমের একজন পরিচালক এবং কোম্পানির ৪.৪ শতাংশ মালিক ছিলেন।

 

পৃথক সরকারি তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর ২০২০ থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩ লাখ ১০ হাজার পাউন্ড থেকে ৬ লাখ ৩৫ হাজার পাউন্ডের ফার্লো পেমেন্ট পাওয়ার পর ডিগমে-এর পতন ঘটে।

 

উল্লেখ্য, ব্রিটেনের অন্যতম ধনী নারী অক্ষতা মূর্তি, তার বিলিয়নেয়ার বাবার টেক ফার্মে শেয়ারের মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড।

 

সানডে টাইমসের ধনী তালিকা অনুসারে, তার সম্পদ ব্রিটেনের রানির চেয়েও ধনী করে তোলে। রানির সম্পত্তির মূল্য ৩৫০ মিলিয়ন পাউন্ড বলে অনুমান করা হয়।

 

৪ এপ্রিল ২০২২
সূত্র: ডেইলি মেইল

আরো পড়ুন

How to Become A landlord

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক স্ট্রিমিং সাবস্ক্রিপশন বাতিল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের প্রতিটি পরিবার ৪০০ পাউন্ড জ্বালানি ছাড় পাবে