TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হাসপাতালে ভর্তি ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন

রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন হাসপাতালে আছেন। বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়েছে, কেটের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। এ কারণে রাজকুমারী কেটকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে।

বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে মাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) কেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কেটের এই অস্ত্রোপচার পূর্বপরিকল্পিত এবং আগে থেকেই অস্ত্রোপচারের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন।

এ সময় ক্লিনিকের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে অস্ত্রপচারের সময় কেটের সঙ্গে তার স্বামী যুবরাজ উইলিয়াম থাকতে পারেননি বলে সূত্রের খবরে বলা হয়েছে। কেটের তিন সন্তানকেও নিয়মমাফিক স্কুলে পাঠানো হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কেটকে অন্তত ১০ পর্যবেক্ষণে রাখা হতে পারে। শারীরিক পরিস্থিতি ওপর নির্ভর করে সেটা ১৪ দিনও হতে পারে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৯ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

অভিবাসন ইস্যুতে ‘কপট’ প্রতিক্রিয়া দেখাচ্ছে যুক্তরাজ্য: জাতিসংঘ

পাউন্ডের পতন ব্রিটিশদের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রভাব ফেলবে

যুক্তরাজ্যে ক্লিনিক্যালি ডেড থাকার পর জেগে উঠলেন এক নারী