15.3 C
London
May 2, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে হিথরো বিমানবন্দরে ভার্জিন আটলান্টিক জেট ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবারের এ সংঘর্ষে উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

হিথরো যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দর। এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো ব্যাঘাতের খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রকৌশল দল উড়োজাহাজগুলো পরীক্ষা করছে এবং যাত্রীদের উপর এ ঘটনার প্রভাব সীমিত করতে একটি বিকল্প বিমান সরবরাহ করেছি।’

ভার্জিন আটলান্টিক বলেছে, যাত্রীশূন্য বোয়িং ৭৮৭–৯ বিমানটি ফ্লাইট শেষ করে এয়ারফিল্ডের অন্য অংশে নিয়ে যাওয়ার সময় তৃতীয় টার্মিনালে এ ঘটনাটি ঘটে।

ভার্জিন আটলান্টিকের মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘আমরা একটি পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছি এবং আমাদের প্রকৌশল দল উড়োজাহাজটি পরীক্ষা করছে। উড়োজাহাজটি আপাতত পরিষেবার আওতার বাইরে রাখা হয়েছে।’

হিথরো কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় জরুরি সেবা ও দুই এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছে তারা।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৭ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনের ভ্রমণ-চাকরি-বিনোদনকে যেভাবে প্রভাবিত করবে ভ্যাকসিন পাসপোর্ট

অনলাইন ডেস্ক

পূর্ব লন্ডনে বাংলাদেশি নারীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের হোটেল বন্ধের ঘোষণায় নানা সংকটে আশ্রয়প্রার্থীদের পরিবার