7.4 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হিথ্রোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

হিথ্রো বিমানবন্দরের এক নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হিথ্রো বিমানবন্দরে আগত যাত্রীদের ইমিগ্রেশনের জন্য ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

 

চিফ সলিউশন অফিসার ক্রিস গার্টন বলেন, পরিস্থিতি অস্থির হয়ে উঠছে এবং পুলিশকে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে।

 

কমন্স ট্রান্সপোর্ট সিলেক্ট কমিটিকে বুধবার (১৪ এপ্রিল) তিনি বলেন, সাম্প্রতিক দিনে দুই থেকে ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

 

তিনি আরো বলেন, আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। ১৭ মে থেকে ইংল্যান্ড বিদেশে অবসর ভ্রমণ আবার শুরু হলে এটি আরো অনেক বড় সমস্যা হয়ে উঠবে।

 

গার্টন বলেন, যাত্রীদের যাত্রা শুরুর আগে তাদের ‘ইউনাইটেড এন্ট্রিতে’ কোনো সমস্যা থাকলে তা আগের থেকে সংশোধন করে আসতে।

 

প্রধানমন্ত্রীর সরকারি একজন মুখপাত্র বলেন, এখানে প্রথমে দেখা উচিৎ আমরা একটি বিশ্বব্যাপী মহামারিতে রয়েছি একেবারে প্রয়োজনীয় না হলে কারো এই সময়ে ভ্রমণ করা উচিত নয়।

 

 

সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড
১৫ এপ্রিল ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

আগামী ৫০ বছরে যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার হবে

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেলো গ্লোব বায়োটেক

অনলাইন ডেস্ক

লকডাউনে কর্মহীন প্রায় ২০ লাখ ব্রিটিশ:  দ্য রেজোলুশন ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক