18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হুতিদের সাথে শত্রুতায় মন্দার শঙ্কা যুক্তরাজ্যে

যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ভালো হলেও এখনো মন্দার আশঙ্কা কাটেনি। ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এমন পরিস্থিতি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বরে জিডিপি বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ, যা রয়টার্সের পূর্বাভাস ০ দশমিক ২ শতাংশ থেকে সামান্য বেশি। তবে জিডিপি বাড়লেও উৎপাদন কমেছে ০ দশমিক ২ শতাংশ, যা পূর্বাভাস ০ দশমিক ১ শতাংশ থেকে বেশি। কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির অর্থনীতিবিদ বেন জোনস বলেছেন, নভেম্বরে অর্থনীতির দুর্বল পারফরম্যান্সে বোঝা যাচ্ছে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে মন্দায় পড়তে পারে যুক্তরাজ্য।

এদিকে ইয়েমেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এ ঘটনার পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

শুক্রবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার বেড়ে ৭৯ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৫৫ শতাংশ। হুতিদের সাথে যুদ্ধংদেহী অবস্থান অর্থনৈতিক সমস্যা বয়ে আনতে পারে যুক্তরাজ্যের জন্য বলে মতামত জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৪ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ‘পাগলামি’ :বরিস জনসন

‘খাবার জোটাতে অপরাধ করলে পুলিশকে মানবিক হতে হবে’

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অনিশ্চয়তায় এক বাংলাদেশি ‘সমকামী’ আশ্রয়প্রার্থী