TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হোম অফিসের ই-ভিসা ব্যর্থতায় হাজার হাজার মানুষ সংকটে: কাজ এবং দেশ ত্যাগে বাধা

যুক্তরাজ্যে হোম অফিসের ডিজিটালাইজড ইমিগ্রেশন বা অভিবাসন সিস্টেমে (eVisa) সমস্যার কারণে হাজার হাজার বিদেশী নাগরিক কাজে যোগ দিতে পারছেন না এবং দেশ থেকে বের হতে বা প্রবেশ করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের প্রচারাভিযান গ্রুপ ‘the3million’-এর নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, গত বছর চালু হওয়া ই-ভিসাগুলির ত্রুটির কারণে হাজার হাজার মানুষ প্রভাবিত হয়েছেন।

প্রধান সমস্যাগুলি:

  • কাজে বাধা: ই-ভিসা স্ট্যাটাস পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ‘শেয়ার কোড’ পেতে ব্যর্থ হওয়ার কারণে অনেকে কাজ থেকে বরখাস্ত হয়েছেন বা চাকরি পেয়েও যোগ দিতে পারছেন না।
  • ভ্রমণে বাধা: বিদেশে গিয়ে অনেকে ফ্লাইটে উঠতে পারেননি, কারণ এয়ারলাইনসগুলি তাদের ডিজিটাল স্ট্যাটাস যাচাই করতে পারেনি।
  • ভুল তথ্য: বহু মানুষের অ্যাকাউন্টে ভুল ব্যক্তিগত তথ্য, ভুল অভিবাসন স্ট্যাটাস (যেমন ভুলবশত শরণার্থী স্ট্যাটাস দেখানো), এমনকি অন্যের ছবি বা তথ্য চলে আসার মতো মারাত্মক ডেটা ভুলের ঘটনা ঘটেছে।
  • সুবিধা থেকে বঞ্চিত: ভুল তথ্যের কারণে অনেকে এনএইচএস (NHS) চিকিৎসার জন্য ভুলভাবে চার্জ হয়েছেন বা সুবিধা পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তা থেকে বঞ্চিত হয়েছেন।

‘the3million’ সংস্থাটি ২০২০ সাল থেকে ই-ভিসা এবং ইউরোপীয় ইউনিয়নের সেটেলমেন্ট স্কিম (EUSS) সম্পর্কিত প্রায় ১,৮৭৭টি অভিযোগ পেয়েছে, তবে তারা মনে করে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

আইনজীবী সংস্থা Deighton Pierce Glynn ই-ভিসা পদ্ধতির ত্রুটি এবং প্রমাণের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না রাখার কারণে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ বা জুডিশিয়াল রিভিউ (Judicial Review) শুরু করেছে।

গুরুত্বপূর্ণ আহ্বান:

‘the3million’ গ্রুপ ই-ভিসা সিস্টেমের উপর একটি পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে এবং ব্রিটিশ নাগরিকদের জন্য ডিজিটাল আইডি বাধ্যতামূলক করার সরকারি পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

হোম অফিস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

(সূত্র: The i News)

আরো পড়ুন

অসুস্থ হয়ে  হাসপাতালে প্রিন্স ফিলিপ

যুক্তরাজ্যে স্কুল হলিডেকে সামনে রেখে অস্বাভাবিক যানজটের শঙ্কা

ওপেন ব্যাংকিং এবং মর্গেজ

নিউজ ডেস্ক