TV3 BANGLA
ফিচার

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

বর্তমানে মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন পরবর্তীতে মনে রাখার প্রয়োজন হয়, যা রেকর্ড করে রাখা দরকার। তবে হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ড করার সুবিধা না থাকায় অনেকেই সমস্যায় পড়েন।

তবে একটু সচেতনতা আর সঠিক পদ্ধতির মাধ্যমে এখন সহজেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। নিচে জানিয়ে দেওয়া হলো কয়েকটি কার্যকর উপায়—

স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কল রেকর্ডঃ

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সবচেয়ে সহজ উপায় হলো স্মার্টফোনের Screen Recording ফিচার ব্যবহার করা।
. প্রথমে কল কানেকশন করুন
. ফোনের কুইক সেটিংসে গিয়ে স্ক্রিন রেকর্ডিং চালু করুন
. কল শেষ হলে রেকর্ডিং বন্ধ করুন—ফাইলটি ফোনের গ্যালারিতে সংরক্ষিত থাকবে
. এটি শুধু অডিও নয়, ভিডিও কলের ক্ষেত্রেও কার্যকর

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে রেকর্ডঃ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য কিছু নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপও রয়েছে, যেগুলো ব্যবহার করে আরও উন্নত রেকর্ডিং পাওয়া যায়ঃ

A-Z Screen Recorder (শুধু অ্যান্ড্রয়েড): অন্তঃস্থ শব্দসহ পুরো পর্দা রেকর্ড করা যায়। এতে রয়েছে লাইভ স্ট্রিম, ছবি সম্পাদনা এবং ভিডিও কাটার সুবিধা।

DU Recorder (অ্যান্ড্রয়েড ও আইওএস): এই অ্যাপটি পরিচ্ছন্ন এবং উচ্চমানের রেকর্ডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। সহজে এক ক্লিকেই রেকর্ড চালু করা যায়।

Mobizen Screen Recorder (শুধু অ্যান্ড্রয়েড): উন্নতমানের অডিও ও ভিডিও রেকর্ড করতে সক্ষম। হোয়াটসঅ্যাপ কল সংরক্ষণের জন্য এটি একটি কার্যকর অ্যাপ।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার আগে আইনগত দিকটি মাথায় রাখা জরুরি। কারও অনুমতি ছাড়া রেকর্ড করা অনেক দেশে বেআইনি।

আইফোন ব্যবহারকারীদের জন্য রেকর্ডিং একটু জটিল হতে পারে, বিশেষত অ্যাপলের নীতিমালার কারণে। তবে DU Recorder বা অন্যান্য অনুমোদিত অ্যাপ কিছুটা সমাধান দিতে পারে।

প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ কিংবা ব্যক্তিগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা অনেক সময় জরুরি হয়ে পড়ে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে সেটি আর কঠিন নয়। আপনার ফোনের ফিচার ও অ্যাপ বাছাইয়ের মাধ্যমে সহজেই রেকর্ড করে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ আলাপচারিতা।

সূত্রঃ ট্রু স্কুপ

এম.কে
২০ জুলাই ২০২৫

আরো পড়ুন

ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ

নিউজ ডেস্ক

মোবাইল ফোনের বিকল্প হতে যাচ্ছে ‘ইলেক্ট্রনিক ট্যাটু’

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!