22.3 C
London
August 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হোয়াটসঅ্যাপ চ্যাটে পরিকল্পনাঃ ফেনীতে ৫ সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র

ফেনীতে পাঁচ সাংবাদিককে লক্ষ্য করে ‘গাজীপুর স্টাইলে’ হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। ‘একতাই শক্তি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার পরিকল্পনা চলে বলে গোয়েন্দা তৎপরতায় তথ্য ফাঁস হয়।

শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাইবার সেলের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ‘একতাই শক্তি’ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়—মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনীর সময়-এর প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম এবং এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন।

হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যায়, সাইফ উদ্দিন লিখেছেন— “আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্স নেওয়া… এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির ওপর যাবে।” অন্য এক সদস্য সাহেদ অভি হুমকি দিয়ে বলেন— “সম্পাদক শাহাদাতেরও ছাড় নেই—১০ বছর পরে হলেও মাটির নিচ থেকে তুলে আনব… সবাইকে দেখব।” আলোচনায় আচমকা হামলা, কোপানো এবং বাড়িঘরে অগ্নিসংযোগের পরিকল্পনার কথাও উঠে আসে।

গ্রুপের অ্যাডমিন হিসেবে আছেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সহসভাপতি সাহেদ আকবর অভি, আশিক হায়দার রাজন হাজারী, রনি চন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, ফেনী কলেজ ছাত্রলীগের সাইফ উদ্দিন মানিক। এছাড়া আরও ডজনখানেক নেতা-কর্মী ও সহযোগী যুক্ত আছেন, যাদের অনেকে বিভিন্ন মামলার পলাতক আসামি।

ফেনীর প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহীম বলেন, এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর ষড়যন্ত্র অগ্রহণযোগ্য।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্তব্য করেন, সাংবাদিকদের টার্গেট করে হামলার হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত। অপরাধীর পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা না দেখে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে
১০ আগস্ট ২০২৫

আরো পড়ুন

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পাচার হওয়া অর্থ ফেরতে কাজ শুরু করেছে দুদক, আসছে এফবিআই

হুন্ডি বন্ধ হলে রেমিট্যান্সে বদলে যাবে বাংলাদেশ, বছরে প্রবাসী আয় ৫০ বিলিয়ন করা সম্ভব