TV3 BANGLA
আন্তর্জাতিক

হোলির রঙ থেকে বাঁচতে চাওয়ায় হিন্দু জনতার মারধরে মুসলিম ব্যক্তির মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক ৪৮ বছর বয়সী মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হোলির সময় রঙ মাখানোর বিরোধিতা করায় হিন্দু জনতা মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার মসজিদে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম শরীফ (৪৫), যিনি ভারতের উত্তরপ্রদেশের সদর এলাকার কাসিম নগর রাব্বান্না মসজিদের কাছে বসবাস করতেন। তিনি সৌদি আরবে চালকের কাজ করতেন এবং দুই মাস আগে বাড়ি ফিরেছিলেন।

শনিবার, তিনি যখন মহল্লা কানজি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন মহল্লা কাশিফ আলী সরাই চুঙ্গি পাওয়ার হাউসের কাছে হোলি উদযাপন করছিল একদল লোক। তারা শরীফের ওপর রঙ ছুঁড়লে তিনি আপত্তি জানান। কিন্তু তারা আবার রঙ ছোড়ে, যা নিয়ে তর্ক শুরু হয় এবং তা দ্রুত মারধরে রূপ নেয় বলে জাগরণ পত্রিকা জানিয়েছে।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে একটি চাতালে বসিয়ে পানি দেন। কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান এবং মারা যান।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, যার মধ্যে ছিল বিভিন্ন থানার র‍্যাপিড রেসপন্স টিম।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সিও সিটি সোনম সিং ও শহরের কাজির সঙ্গে আলোচনার পরও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।

সোনম সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, উন্নাও পুলিশ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, “কোতয়ালি সদর পুলিশ মরদেহটি উদ্ধার করে ভিডিওগ্রাফিসহ ময়নাতদন্ত পরিচালনা করেছে। পোস্টমর্টেম রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলা হয়েছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ সবদিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছে।”

সূত্রঃ জাগরণ

এম.কে
১৭ মার্চ ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিলো আমেরিকা

নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা সাজানো ছিল!

ফ্রান্সে একজন নরপিচাশের সন্ধান