২০১৭ সালের ১২ ডিসেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সেবা চালু হয় বাংলাদেশে। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার হলো ৯৯৯ জরুরি সেবা।
এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়ো
ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নিজস্ব একটি ফেসবুক পেইজ রয়েছে যেখান হতে তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জনগণকে জানিয়ে থাকে।
https://www.facebook.com/
এই জরুরি সেবার পেজটি গত ০৪ মার্চ হতে আছে হ্যাকারদের দখলে।তারা গত শনিবার হতেই বিভিন্ন দেশের ছায়াছবি প্রদর্শন করে যাচ্ছে পেজ হতে। এখন পর্যন্ত পেজ পুলিশের আয়ত্বে আনার কোন খবর পাওয়া যায় নাই। এই বিষয়ে জানতে পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
০৮ মার্চ ২০২৩
এম.কে