4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

১০ পাউন্ড বেশি চার্জ করে সমালোচিত টিএফএল

টিএফএল বয়স্ক লন্ডনবাসীদের তাদের ৬০+ অয়েস্টার কার্ড রাখার জন্য বছরে ১০ পাউন্ড চার্জ করছে। পদক্ষেপেটি একজন ব্যবহারকারীর দ্বারা এটিকে ‘স্ক্যাম’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

 

ঘনশ্যাম মাস্টার নামের এক ব্যক্তি মাইলন্ডনকে বলেন: ‘আমি এই বার্তাটি দেখিনি। এক সপ্তাহ পরে, আমি একই রকম একটি বার্তা দেখে হোঁচট খেয়েছিলাম, এবার বলেছিলাম যে আমি প্রমাণ করতে ব্যর্থ হয়েছি যে আমি লন্ডনে থাকি, তারা আমার ফ্রিডম পাস বাতিল করছে এবং এখন একটি নতুন পেতে আমাকে ২০ পাউন্ড দিতে হবে। পুনরায় আবেদন করা ছাড়া আমার কোন উপায় ছিল না। তারা ঠিকানার প্রমাণ চায়নি। এটা ছিল শুধু পাসপোর্টের বিবরণ।’

 

তিনি যোগ করেছেন: ‘ঠিকানা যাচাইয়ের নামে প্রতি বছর ২০ পাউন্ড বা কমপক্ষে ১০ পাউন্ড পাওয়ার চেষ্টা করা একটি কেলেঙ্কারী বলে মনে হয়। কীভাবে একটি পাবলিক সংস্থা এটি করতে পারে? পাসপোর্ট ইস্যু করার পরে তারা ঠিকানা প্রমাণের জন্য জিজ্ঞাসা করে না, তাহলে ৬০ এর বেশি পাসের জন্য কেন এটি চাইবে? টিএফএলের উচিত পুনর্বিবেচনা করা এবং ক্ষতিগ্রস্ত সকলকে টাকা ফেরত দেওয়া।’

 

মিস্টার মাস্টারকে টিএফএল-এর পাঠানো একটি ইমেলে বলা হয়েছে: ‘স্কিমের শর্তাবলী অনুযায়ী, আপনাকে অবশ্যই আপনার বর্তমান লন্ডন বরো ঠিকানার প্রমাণ দিতে হবে। আপনার ৬০+ লন্ডন অয়েস্টার ফটোকার্ড আরও এক বছরের জন্য ব্যবহার চালিয়ে যেতে আপনাকে অবশ্যই ১০ পাউন্ড ঠিকানা চেক ফি দিতে হবে। আপনাকে ১৬ অক্টোবর ২০২২ এর মধ্যে এটি সম্পূর্ণ করতে হবে বা আপনার ৬০+ লন্ডন অয়েস্টার ফটোকার্ড বন্ধ হয়ে যাবে।

 

যদি আপনার ফটোকার্ড বন্ধ হয়ে যায় এবং আপনি এখনও ৬০+ লন্ডন অয়েস্টার ফটোকার্ডের জন্য যোগ্য হন, আপনি একটি নতুন আবেদন শুরু করতে পারেন এবং ২০ পাউন্ড প্রশাসনিক ফি দিতে পারেন।’

 

১০ পাউন্ড ‘ঠিকানা চেক’ ফি ২০২০ সালে কার্যকর হয়েছে এবং যারা আগস্ট ২০১৯ থেকে ৬০+ এর জন্য যোগ্য হয়েছেন তাদের জন্য প্রযোজ্য। এটি তাদের ৬০ তম জন্মদিনের কাছাকাছি সময়ে প্রথমবারের জন্য আবেদন করতে হয়।

 

৪ নভেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীর ইউরোপ প্রবেশ

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে সংসদে আলোচনা চায় আরসিএন