13.3 C
London
May 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১২ বছর পর অবশেষে যুক্তরাজ্যে ফিরছেন উইন্ডরাশ প্রজন্মের উইনস্টন নাইট

হোম অফিস অবশেষে যুক্তরাজ্যে ৪৭ বছর বসবাস করা উইন্ডরাশ প্রজন্মের এক সদস্য উইনস্টন নাইটকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। উইনস্টন নাইট ভুলবশত নির্বাসিত হয়ে এক দশকেরও বেশি সময় জ্যামাইকার রাস্তায় ভয়াবহ পরিস্থিতিতে জীবন কাটিয়েছেন।

এক দীর্ঘ আইনি লড়াইয়ের পর, হোম অফিস স্বীকার করেছে যে, ৬৪ বছর বয়সী উইনস্টন নাইট উইন্ডরাশ প্রজন্মের একজন সদস্য এবং তার বিরুদ্ধে জারি করা নির্বাসন আদেশ বাতিল করা হয়েছে।

কিংস্টন, জ্যামাইকা থেকে দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাইট বলেন, “আমি এখন অনেক ভালো বোধ করছি, কারণ আমি আমার মামলা জিতে গেছি এবং যুক্তরাজ্যে ফিরে যাচ্ছি। কিন্তু আমি নরক থেকে আসছি। কিংস্টনের রাস্তায় যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশে জীবন কেটেছে আমার, অনেক কঠিন দিন পেরিয়েছি।”

তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যে ফিরতে পারেন বলে তথ্যমতে জানা যায়।

২০১১ সালের দাঙ্গার সময় এক টুকরো গয়না চুরির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় নাইটকে নির্বাসন দেওয়া হয়। তার আইনজীবীরা ঘটনাটিকে “একটি তাৎক্ষণিক ভুল” বলে উল্লেখ করেন।

নাইট ১৯৬৬ সালে মাত্র ছয় বছর বয়সে যুক্তরাজ্যে আসেন, অপরিচিত অভিভাবকদের সঙ্গে। দক্ষিণ লন্ডনে তার শৈশব কেটেছে দুঃখ-কষ্টে। স্কুলে যাওয়া কিংবা কোনো চাকরির রেকর্ড না থাকায়, ১৯৭৩ সালে তার “সাধারণ বসবাস” প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায়।

তবে তার আইনজীবীরা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। তারা শৈশবের সাক্ষীদের খুঁজে বের করে প্রমাণ জোগাড় করেন যে তিনি যুক্তরাজ্যে বসবাস করতেন।

২০১৩ সালে যখন তাকে নির্বাসন দেওয়া হয়, তখনো উইন্ডরাশ কেলেঙ্কারি প্রকাশ্যে আসেনি। হারমন্ডসওয়ার্থ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকাকালীন, জ্যামাইকায় ফেরত পাঠানোর ভয়াবহতায় তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন।

নাইট অবশেষে নির্বাসিত হন এবং কিংস্টনের রাস্তায় গ্যাং সহিংসতার মাঝে আশ্রয়হীন অবস্থায় জীবন কাটাতে বাধ্য হন। এই সহিংসতা তার মনে চরম আঘাত হেনেছে বলে জানান তিনি।

২০১৮ সালে দ্য গার্ডিয়ান প্রথম তার কাহিনি প্রকাশ করে, তখন তিনি নিজের নাম গোপন রেখে “ডেভিড জেমসন” ছদ্মনামে সাক্ষাৎকার দিয়েছিলেন।

তিনি পরে একটি জুডিশিয়াল রিভিউ মামলা দায়ের করেন, যেখানে দাবি করা হয়, তিনি নির্বাসনের জন্য উপযুক্ত ছিলেন না। চূড়ান্ত শুনানির মাত্র কয়েক ঘণ্টা আগে, স্বরাষ্ট্র সচিব ইয়েভেট কুপার স্বীকার করেন, উইনস্টন নাইট উইন্ডরাশ প্রজন্মের সদস্য।

নিনা ক্যাম্প, ডানকান লুইস সলিসিটরস-এর পরামর্শদাতা আইনজীবী নিনা ক্যাম্প বলেন: “মি. নাইট যে ভয়াবহ কষ্ট সহ্য করেছেন তা কল্পনাতীত। ১২ বছর একটি সহিংস ও অনিরাপদ পরিবেশে আশ্রয়হীন অবস্থায় থেকে তার শারীরিক ও মানসিক ক্ষতি অপূরণীয়। হোম সেক্রেটারির পক্ষ থেকে আজও কোনো ক্ষমা চাওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “এই কেসটি উইন্ডরাশ কেলেঙ্কারির সবচেয়ে মর্মান্তিক উদাহরণগুলোর একটি। হোম অফিস একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ভুল অবস্থানে অনড় ছিল, যা নাইটের কষ্টকে আরও বাড়িয়েছে।”

নাইট বর্তমানে যুক্তরাজ্যে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। তিনি বলেন, “এটাই প্রথমবার আমি শান্তিতে আবার বিছানায় ঘুমাচ্ছি। জ্যামাইকায় এত মৃত্যু, ছুরি মারার ঘটনা দেখেছি, মানুষকে মার খেতে দেখেছি। বাজার থেকে সবজি, রুটি আর কলা খেয়ে বেঁচে ছিলাম। ‘ইংলিশ’ আর ‘ডিপোর্টি’ বলে অনেক অপমান সইতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি নিউ ক্রস গেটে রোববার ফুটবল খেলতে যেতাম, সেই দিনগুলো খুব মিস করি। আবার রঙের কাজ, ডেকোরেটিং-এর মতো কাজ করতে চাই। আমি একজন পরিশ্রমী মানুষ।

অনেক উত্থান-পতনের মধ্যে জীবন কেটেছে, বেশিরভাগই পতন। কিন্তু এখন আমি যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছি, মনে হচ্ছে আমি আবার বাঁচার সুযোগ পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে আছি। এতদিন ধরে সবাইকে ডাকছিলাম, কেউ শুনেনি।”

হোম অফিস এক বিবৃতিতে বলেছে: “আইনি প্রক্রিয়া নিষ্পত্তির পর উইন্ডরাশ স্কিমের আওতায় তার আবেদন বর্তমানে বিবেচনাধীন।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৯ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের আবহাওয়ার পূর্বাভাস: এ মাসের শেষে ভারী তুষারপাতের আশংকা

অনলাইন ডেস্ক

পূর্ব লন্ডনের শপিং সেন্টারের কাছে তিনজন ছুরিকাহত

নিউজ ডেস্ক

সংসদে মাদক ব্যবহার, কঠোর আইন আনছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক