TV3 BANGLA
Uncategorized

১৪ অক্টোবর ঢাকায় আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ-পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান এক রাষ্ট্রীয় সফরে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এখবর জানায় দেশের গণমাধ্যমগুলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের বিষয়টি পুনর্নিশ্চিত করবেন।

সফরকালে ডেপুটি সেক্রেটারি বিগান একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়সহ কোভিড-১৯ মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে পৌঁছাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

১০ অক্টোবর ২০২০

আরো পড়ুন

How will the ‘eat out to help out’ scheme work? 14 July 2020

কাবা শরিফ ও মসজিদে নববির পরিচালনায় নারী কর্মকর্তা

অনলাইন ডেস্ক

লকডাউনে ব্রিটেনের অবৈধ অবস্থানকারীদের কি করণীয়