TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

১৮ বছরের সংসার ভাঙ্গলো ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিচ্ছেদ হচ্ছে। ২ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যমের এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধ বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন।

বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর সংসারে তিন সন্তান আছে। এদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের ৯ বছর।

এম.কে
০৩ আগস্ট ২০২৩

আরো পড়ুন

‘হোমস ফর ইউক্রেন’ স্কিমে মাত্র ২৭০০ ভিসা দিয়েছে যুক্তরাজ্য!

অনলাইন ডেস্ক

ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রো কর্মীদের বেতন নিয়ে ধর্মঘট

ভারতকে দ্রুত যুক্তরাজ্যের রেড লিস্টে আনার পরামর্শ

অনলাইন ডেস্ক