19.1 C
London
May 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

২০২৪ সালকে সৌদির ‘উটবর্ষ’ ঘোষণা

আরব উপদ্বীপের মানুষের জীবনযাত্রায় উটের আর্থ-সামাজিক গুরুত্ব তুলে ধরতে সদ্য শুরু হওয়া ২০২৪ সালকে ‘উটবর্ষ’ ঘোষণা করেছে সৌদি আরব। গত বছরের শেষ দিকে দেশটির মন্ত্রীদের কাউন্সিলে বিষয়টির অনুমোদন দেয়া হয়।

গত ৩ জানুয়ারি সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছরের লোগো, উটের ভিজ্যুয়াল ছবিসহ ব্র্যান্ড নির্দেশিকা ম্যানুয়াল প্রকাশ করে।

২০২০ সালে জাতিসঙ্ঘ এ বছরকে আন্তর্জাতিক উটের বছর হিসেবে নির্ধারণ করে। বাস্তুতন্ত্রের সুরক্ষা, মরুকরণ প্রতিরোধ, ভূমির অবক্ষয় ও জীববৈচিত্র্যের ক্ষতি বন্ধ করা, খাদ্য নিরাপত্তা বিধান নিশ্চিত করতে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থাসহ (এফএও) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সুপারিশে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ উটের বছর উদযাপনের উদ্যোগ গ্রহণ করে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক উট থাকা দেশগুলো হলো- পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, দেশটিতে আনুমানিক ১৮ লাখ উট রয়েছে, যার মূল্য প্রায় ৫০ বিলিয়ন রিয়াল। অবশ্য এই পরিসংখ্যানের বাইরেও ছয় থেকে সাত লাখ উট রয়েছে।

সূত্র : আরব নিউজ

এম.কে
০৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

মিয়ানমারে স্বাধীনভাবে চলাচলও করতে পারছেন না জান্তাপ্রধান

মসজিদ ভাঙ্গা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ

মহাকাশে কিভাবে নামাজ পড়া হয় জানালেন সৌদি নভোচারী