২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের যারা অভিবাসী নন ভিসার (non-immigrant visa) বেশিরভাগ আবেদনকারীদের জন্য সরাসরি ইন্টারভিউ বাধ্যতামূলক করা হচ্ছে। ১৪ বছরের নিচের শিশু ও ৭৯ বছরের ঊর্ধ্বে যারা এতদিন ইন্টারভিউ ছাড়াই ভিসা পেতেন, তারাও এই নিয়মের আওতায় আসবেন।
এই সিদ্ধান্তটি ২৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি হালনাগাদ ঘোষণায় জানানো হয়, যা আগের ইন্টারভিউ ছাড় নীতিমালাকে বাতিল করে আবেদনকারীদের জন্য যোগ্যতা সীমিত করেছে।
নতুন নীতিমালা অনুযায়ী, সব ধরনের অ-অভিবাসী ভিসার আবেদনকারীদের বয়স যাই হোক না কেন, সাধারণভাবে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। এর মধ্যে থাকছে ১৪ বছরের নিচের শিশু ও ৭৯ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরাও, যারা পূর্বে এই নিয়ম থেকে ছাড় পেতেন।
এই হালনাগাদ নিয়ম ১৮ ফেব্রুয়ারি, ২০২৫-এ জারি হওয়া বিস্তৃত ইন্টারভিউ ছাড়ের নীতির পরিবর্তে প্রযোজ্য হবে।
শুধু নির্দিষ্ট কিছু ক্যাটাগরির আবেদনকারীই ইন্টারভিউ ছাড়ের সুযোগ পাবেন। এদের মধ্যে রয়েছেঃ
১. কূটনৈতিক ও সরকারি ভিসা আবেদনকারী
নিম্নোক্ত ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীরা এখনও ইন্টারভিউ ছাড়ের জন্য যোগ্য হতে পারেনঃ
A-1, A-2, C-3 (তবে কর্মকর্তাদের সেবক বা ব্যক্তিগত কর্মচারীরা বাদ)
G-1, G-2, G-3, G-4
NATO-1 থেকে NATO-6
TECRO E-1 (তাইপেই ইকোনমিক অ্যান্ড কালচারাল রিপ্রেজেন্টেটিভ অফিস)
২. পূর্ণ মেয়াদী B-1, B-2 বা B1/B2 ভিসার নবায়ন
এই ভিসাগুলোর (বা মেক্সিকান নাগরিকদের জন্য বর্ডার ক্রসিং কার্ড/ফয়েল) নবায়নের আবেদনকারীরা ইন্টারভিউ ছাড়ের যোগ্য হতে পারেন, তবে কিছু শর্ত পূরণ করতে হবে।
B1/B2 ভিসা নবায়নে ইন্টারভিউ ছাড়ের শর্ত কী কী?
ইন্টারভিউ ছাড়ের জন্য আবেদনকারীদের নিচের সবগুলো শর্ত পূরণ করতে হবেঃ
নিজের নাগরিকত্ব বা বসবাসকারী দেশের মধ্যেই আবেদন করতে হবে
কখনও ভিসা প্রত্যাখ্যান হয়নি (অথবা প্রত্যাখ্যান হলেও পরে তা মওকুফ/পরাস্ত করা হয়েছে)
আবেদনকারীর কোনো স্পষ্ট বা সম্ভাব্য অযোগ্যতা নেই
সূত্রঃ মার্কিন পররাষ্ট্র দপ্তর
এম.কে
২৯ জুলাই ২০২৫