14.9 C
London
April 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

২০২৬ সালের শেষে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ: ইলন মাস্ক

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, তাদের বিশাল রকেট স্টারশিপ ২০২৬ সালের শেষের দিকে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা করবে।

‘২০২৯ সালের মধ্যেই’ মঙ্গল গ্রহে মানুষের অবতরণ ঘটতে পারে বলেও অনুমান করেছেন এই ধনকুবের।

ইলন মাস্ক এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, আগামী বছর শেষের দিকে অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করবে স্টারশিপ। যদি অবতরণ ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে ২০২৯ সালের মধ্যেই সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৭ মার্চ ২০২৫

আরো পড়ুন

ইউক্রেন যুদ্ধ চলতে পারে কয়েক দশকঃ মেদভেদেভ

আইসিসির প্রধান কৌঁসুলিকে হুমকি দিয়েছিলেন মোসাদের সাবেক প্রধান

ফোনালাপে সুনাকের কাছে অস্ত্র চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট