9.8 C
London
January 20, 2026
TV3 BANGLA
ফিচার

২০ হাজার ইউরো মূল্যের নিও রোবট এখন ঘরের সব কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে

ক্যালিফোর্নিয়ার 1X কোম্পানি প্রি-অর্ডার শুরু করেছে নতুন হিউম্যানয়েড রোবট নিও হোম রোবটের জন্য, যা ঘরের দৈনন্দিন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করতে সক্ষম। এর অভিষেক আগামী বছর নির্ধারিত এবং ব্যবহারকারীরা এটিকে এক ক্লিক বা কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে। ‘Chores’ ফাংশনের মাধ্যমে কাজ নির্ধারণ এবং সময়সূচী নির্ধারণ করা সম্ভব।

সাদা জাম্পস্যুট পরা নিও লাইট চালু-বাতিল করা, কাপড় মুড়ানো, বিছানা গুছানো, অতিথির জন্য দরজা খোলা, কফি পরিবেশন এবং বাথরুম পরিষ্কার করতে পারে—সবই স্বায়ত্তশাসিতভাবে এবং খুব কম শব্দে। ৩ডি ল্যাটিস পলিমার দিয়ে তৈরি নরম দেহ এবং মানবসদৃশ শারীরিক গঠন এটিকে হিউম্যানয়েড রোবটের মতো করে তোলে।

নিও-এর একটি ইন্টিগ্রেটেড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মালিকদের জ্ঞান এবং ব্যক্তিগত সহায়তা দেয়, স্মার্টফোন বা অন্য কোনো স্ক্রিন ডিভাইসের প্রয়োজন ছাড়াই। এটি ভার্চুয়াল সঙ্গীর মতো কাজ করে, প্রাকৃতিক কথোপকথন এবং বিভিন্ন তথ্য, বিনোদনমূলক গল্প সরবরাহ করতে পারে।

তবে সীমাবদ্ধতাও রয়েছে। 1X-এর সিইও বার্ন্ট বর্নিচ জানিয়েছেন, রোবট এখনও কিছু জটিল কাজ স্বায়ত্তশাসিতভাবে করতে পারবে না। তাই রিমোট অপারেটরের মাধ্যমে বাড়ি পর্যবেক্ষণ এবং নতুন কাজ শেখানোর সুবিধা থাকবে। মালিকরা একটি অ্যাপ ব্যবহার করে রিমোট হস্তক্ষেপের সময়সূচী নির্ধারণ এবং অনুমোদিত এলাকাগুলো নির্দিষ্ট করতে পারবেন।

নিও হোম রোবট বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রি-অর্ডার করা যাচ্ছে। এটি হালকা বাদামী, ধূসর এবং গা dark ় বাদামী রঙে উপলব্ধ। প্রাথমিক অগ্রাধিকার ডেলিভারির জন্য দাম ২০,০০০ ডলার এবং মাসিক সাবস্ক্রিপশন চার্জ ৪৯৯ ডলার। ২০২৭ সালের মধ্যে অন্যান্য বাজারেও এটি উপলব্ধ হবে, তবে ইতালি অন্তর্ভুক্ত হবে কি না তা এখনও নিশ্চিত নয়।

সূত্রঃ ডোমাস

এম.কে

আরো পড়ুন

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ

৩৫ এর কম বয়সীরা অনলাইন স্ক্যামের শিকার বেশি হচ্ছেন

যেসব কারণে রোজা ভঙ্গ হয়

অনলাইন ডেস্ক