2.8 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

২৩৩ বছরের পুরোনো পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে যাচ্ছে

বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে যাচ্ছে। ১৭৯১ সাল থেকে ২৩৩ বছর ধরে প্রতি রোববার নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি। শুক্রবার এই ঘোষণা দিয়েছে দ্য অবজারভারের মালিক প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট।

গার্ডিয়ান ও অবজারভারের মালিক স্কট ট্রাস্ট। টর্টোইস মিডিয়ার কাছে দ্য অবজারভার বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ট্রাস্টটি। তারা জানিয়েছে, পত্রিকাটি বিক্রি করা হলেও এর একটি প্রধান শেয়ারহোল্ডার হতে এবং মিডিয়া কোম্পানির সম্পাদকীয় ও বাণিজ্যিক উভয় বোর্ডে একটি শেয়ারের জন্য টর্টোইস বিনিয়োগ করবে।

ট্রাস্ট বলেছে, নতুন মালিকানার মডেল ‘অবজার্ভারের ভবিষ্যতকে রক্ষা করবে, উদার মূল্যবোধের কণ্ঠস্বর বজায় রাখবে এবং এর ডিজিটাল প্লাটফর্ম তৈরির সময় ব্যতিক্রমী সাংবাদিকতায় বিনিয়োগ করবে তারা।

এই চুক্তির আওতায় দ্য অবজার্ভারকে একটি ডিজিটাল ব্র্যান্ডে পরিণত করার পরিকল্পনার সঙ্গে নতুন করে পত্রিকাটিতে ২৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ ও প্রতি রোববার এটি প্রকাশিত হওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া স্কট ট্রাস্ট নতুন ও বিদ্যমান বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

কর্মীদের বলা হয়েছে, চুক্তির কারণে কেউ চাকরি হারাবে না।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

থেমে যেতে পারে আটলান্টিকের ‘স্রোত’ , বিপর্যয়ে পড়বে বিশ্ব

দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রিন্স হ্যারি ও মেগানের সহানুভূতি