18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

২৪ জনের জাতীয় ফুটবল দলে ৫ সিলেটি

বিশেষ প্রতিনিধি: নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে শনিবার (১৩ মার্চ)।

 

এই ২৪ জনের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের পাঁচজন কৃতি ফুটবলার। তারা হলেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি, মতিন মিয়া ও মাহবুবুর রহমান সুফিল।

 

জানা যায়, এই ক্যাম্পের জন্য জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ২৪ জনের নাম ঘোষণা করেছেন। যেখানে নতুন মুখ ৫টি। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দল থেকে ৭ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সেখানে একজন ছাড়া বাকিরা সবাই নতুন।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়াও অংশ নেবে কিরগিজিস্তান।

 

 

৯ মার্চ ২০২১

এমকেসি

 

 

 

আরো পড়ুন

সিলেটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

আট শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

লকডাউনে পার্টি: এমপিদের কঠিন জেরায় বরিস জনসন