17.8 C
London
May 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

২ দিনে ইংলিশ চ্যানেল পেরিয়ে হাজারেরও বেশি প্রবেশ

চল্লিশটি ছোট নৌকায় চেপে গত দুই দিনে মোট এক হাজার ১১৫ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বলে জানাচ্ছে দেশটির স্বরাষ্ট্র বিষয়ক কর্তৃপক্ষ। ব্রিটিশ হোম অফিস জানাচ্ছে যে, সীমান্তরক্ষীরা শনিবার ১৭টি অভিযানে মোট ৪৯১জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে।

 

শুক্রবারে ২৩টি অভিযান থেকে মোট ৬২৪জন অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাজ্যে প্রবেশের সময় থামায় তারা। এছাড়া, এই দুই দিনে ফরাসি কর্তৃপক্ষও ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা থেকে মোট ৪১৪জন অভিবাসনপ্রত্যাশীকে বিরত করেছে।

 

আরো ৩৪২জন অভিবাসনপ্রত্যাশী রোববার একই পথে পাড়ি দিলে তাদের থামাতে সক্ষম হয় ফরাসি বাহিনী।

 

ব্রিটিশ হোম অফিসের পক্ষে ড্যান ও’ম্যাহনি বলেন যে, ‘ইংলিশ চ্যানেলের বিপজ্জনক পথে অস্বাভাবিক হারে’ মানুষের আগমন ঠেকাতে যুক্তরাজ্য কর্তৃপক্ষ ‘বদ্ধ পরিকর’।

 

তিনি বলেন, “পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সঙ্গীদের সাথে মিলে এই বছরে আমরা ৩০০জনকে আটক করেছি। ৬৫জনের বিরুদ্ধে অবৈধ ডিঙি চালানোর অভিযোগ আনতে পেরেছি ও সাড়ে ১৩ হাজারেরও বেশি অবৈধ আগমন ঠেকাতে সক্ষম হয়েছি।”

 

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা পিএ জানাচ্ছে, ২০২০ সালের তুলনায় এই পথে অনথিভুক্ত আগমনের হার বেড়েছে দ্বিগুণ।

 

ছোট ছোট ডিঙিতে চেপে এবছর সেখানে এসেছেন সতেরো হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী।

 

 

১২ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

নিউইয়র্ক সিটি অভিবাসীদের আগমনের সাথে তাল মিলিয়ে চলতে লড়াই করছে

বিপুল পরিমাণ মদসহ চিত্রনায়িকা পরীমনি আটক

অনলাইন ডেস্ক

ফ্রান্সে একজন নরপিচাশের সন্ধান