13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

৩০ জন অতিথি থাকবেন প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানে

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীর তালিকা প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। এদের মধ্যে জার্মানির তিনজন আত্মীয় রয়েছেন।

 

প্যালেসের এক বিবৃতির বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড জানায়, কোভিড রীতি অনুযায়ী অতিথিদের বাছাইয়ে রানিকে বেশ বেগ পেতে হয়। কারণ, সম্ভাব্য ৮০০ অতিথির তালিকা থেকে মাত্র ৩০ জনকে নির্বাচন করতে হয়েছে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবার জন্য। ডিউকের পরিবারের সব শাখার সদস্যরা যেন সেখানে উপস্থিন থাকেন তা নিশ্চিত করা হয়েছে।

 

বিবিসির খবরে বলা হয়, অংশগ্রহণকারীদের নির্দিষ্ট পোশাক পরে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে হবে। তবে সামরিক পোশাক দিতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ডিউক অব এডিনবরার শেষ যাত্রায় মরদেহের চারপাশে থাকবেন তার চার সন্তান প্রিন্স চার্লস, অ্যান্ড্র, এডওয়ার্ড এবং প্রিন্সেস অ্যানে। এ ছাড়া প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও প্রিন্স ফিলিপ থাকবেন।

 

শেষকৃত্যানুষ্ঠানে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মানার নির্দেশ দেয়া হয়েছে। মহামারির কারণে রানি দ্বিতীয় এলিজাবেথ গাড়িতে একাই বসবেন।

 

১৬ এপ্রিল ২০২১
এনএইচ

আরো পড়ুন

বিদেশি শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিট কঠিন করল ব্রিটেন

অভিবাসন সিদ্ধান্ত নিতে এআই সরঞ্জাম যুক্ত হওয়া নিয়ে নতুন বিতর্ক

ভারত সফর বাতিল করলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক