12.1 C
London
October 5, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

৫ বছরের জন্য ফ্রান্সের অভিবাসন স্থগিতের আহ্বান

ইউরোপিয়ান ইউরোপের বাইরে থেকে সমস্ত প্রকার অভিবাসন আগামী ৫ বছরের জন্য স্থগিতের আহ্বান জানিয়েছে মিশেল বার্নিয়াক। এছাড়াও সীমান্তে আরো কড়াকড়ি আরোপের উপর জোর দিয়েছেন তিনি।

 

ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রাক্তন প্রধান ব্রেক্সিট আলোচক ফ্রান্স-২ তে দেওয়া এক বক্তব্যে বলেন, আমি মনে করি অভিবাসন স্থগিতের জন্য আমাদের ৩ থেকে ৫ বছর সময় নেওয়া উচিৎ।

 

তবে বার্নিয়ার আস্বস্ত করেন, এই স্থগিতাদেশের মধ্যে শিক্ষার্থী ও শরনার্থীদের বাদ দেওয়া উচিৎ।

 

তিনি ইইউ’র অন্যান্য সদস্যদের নিজের সীমান্তগুলোকে আরো বেশি সুরক্ষিত করার ব্যপারে আলোচনার জন্য আহ্বান জানান।

 

এই ফরাসী রাজনীতিবিদ মনে করেন, অভিবাসনের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসবাদী নেটওয়ার্ক যারা অভিবাসন প্রক্রিয়াটিকে ব্যবহার করে কার্য সাধন করে, এদের মধ্যে যোগসূত্র থাকতে পারে।

 

এদিকে বার্নিয়ারকে মূলত মধ্য-ডানপন্থি পার্টি দ্য রিপাবলিকানসের প্রার্থী হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

 

১২ মে ২০২১
এনএইচটি

আরো পড়ুন

‘ক্রেডিট কার্ডে লেনদেন বহির্ভূত বাড়তি চার্জ আরোপ করা যাবে না’

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ৬ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছে নিসান

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক