TV3 BANGLA
বাংলাদেশ

৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

ঢাকার সরকারি সাতটি বড় কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার। নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।

জানা যায়, এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। এখন শিক্ষার্থীরা সম্মতি দিলে গ্রহণ করা হতে পারে এই নাম।

আজ বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এসংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়।

ইউজিসি চেয়ারম্যান ড. এস এ ফায়েজ কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীদের অবদান ধারণ করে আমরা এই নামটির প্রস্তাব করেছি। এখন সাত কলেজের শিক্ষার্থীদের মতামত নিয়েই বিষয়টি চূড়ান্ত করা হবে।

আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে চাই।’

এম.কে
৩০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

আমাকে স্যার বলার দরকার নেইঃ তথ্য উপদেষ্টা

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

বাংলাদেশে সহিংসতায় উদ্বেগ জানিয়ে ভলকার টুর্ককে দেড় শতাধিক বিদেশি বিশিষ্টজনের চিঠি