8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা: ৩ বাংলাদেশি আহত

সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরে অন্তত দুটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই হামলায় আহতদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানা যাচ্ছে।

 

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাযানে অবস্থিত এই বিমানবন্দরে প্রথম ড্রোন হামলাটি হয় শুক্রবার (৮ অক্টোবর) গভীর রাতে। পরের হামলাটি হয় শনিবার (৯ অক্টোবর) ভোরে।

 

জোটের একজন মুখপাত্রের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রথম হামলাতে তিনজন বাংলাদেশি, ছয়জন সৌদি নাগরিক এবং একজন সুদানের নাগরিক আহত হন। বিমানবন্দরের সামনের জানালা ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ঐ মুখপাত্র।

 

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে কিং আবদুল্লাহ বিমানবন্দরে কার্যক্রম এখন স্বাভাবিক আছে।

 

রয়টার্স বলছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠি হুতি নিয়মিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে হুতি গ্রুপের কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

 

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক এই জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে তৎকালীন প্রেসিডেন্ট আব্দরাবুহ মানসুর হাদির সমর্থনে ইরানের সমর্থনপুষ্ট হুতি গ্রুপের বিরুদ্ধে লড়াই করে আসছে।

 

৯ অক্টোবর ২০২১
সূত্র: বিবিসি

আরো পড়ুন

কানাডায় তীব্র তাপদাহে ৪৮৬ জনের মৃত্যু

ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বাংলাদেশি আইনজীবী

কম আক্রান্ত দেশগুলোর জন্য সীমান্ত খুলছে ইইউ

অনলাইন ডেস্ক