3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে টাইগারদের সাবেক কোচ

বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সর্বকালের সেরা পেসারদের একজন হিথ স্ট্রিক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন এই কিংবদন্তি। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘হিথ মানসিকভাবে শক্ত আছেন। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে সে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন। গণমাধ্যমের কাছে হিথের পরিবারের প্রত্যাশা— গণমাধ্যম এটিকে গোপনীয় পারিবারিক বিষয় হিসেবে দেখবে। পরিবারের এ ইচ্ছাকে সম্মান জানাবেন।’

জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস জানিয়েছেন, হিথ স্ট্রিকের কোলন ও লিভারের ক্যানসার এখন চতুর্থ স্তরে। এখন পর্যন্ত আমি যা জানি, তা হলো— হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে এবং আমি আর বিস্তারিত কিছু জানি না।

 

আরো পড়ুন

পাঁচ বছরে পর্তুগালে নাগরিকত্ব নিয়েছে আড়াই হাজারের বেশি বাংলাদেশী

কোকা-কোলার ব্যবসায় ধস নেমেছে বাংলাদেশে

মেজর সিনহা হত্যা: কী আছে সিফাত-শিপ্রার ভাগ্যে!

অনলাইন ডেস্ক