TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ILR-এ বড় পরিবর্তনের প্রস্তাবঃ যুক্তরাজ্যে স্থায়ী হতে নতুন বাধা

যুক্তরাজ্যের স্থায়ী নাগরিকত্ব (ILR) নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব উপস্থাপন করেছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। ২০ নভেম্বর পার্লামেন্টে উত্থাপিত এই প্রস্তাবে উল্লেখ করা হয়—ব্রেক্সিটের পর হেলথ ও কেয়ার ভিসায় যুক্তরাজ্যে আগতদের জন্য ILR পাওয়ার সময়সীমা বাড়িয়ে ১৫ বছর করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে তারা পাঁচ বছর পর আবেদন করার যোগ্য হলেও নতুন নীতিতে এই সুবিধা আর থাকবে না।

প্রস্তাবনায় বলা হয়েছে, যারা ২০২১ সালের পর যুক্তরাজ্যে এসেছেন, তাদের ILR পেতে অপেক্ষা করতে হবে ১০ বছর। স্কিল্ড ওয়ার্কার এবং ফ্যামিলি রুটে বর্তমানে পাঁচ বছর পর স্থায়ী হওয়ার সুযোগ থাকলেও সেটি দ্বিগুণ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বেনিফিট নেওয়ার ওপর নির্ভর করে ILR সময় আরও বাড়বে। যারা এক বছরের কম সময় রাষ্ট্রীয় বেনিফিট নিয়েছেন, তাদের জন্য অপেক্ষা হবে ১৫ বছর; আর যারা এক বছরের বেশি সময় বেনিফিট নিয়েছেন, তাদের স্থায়ী হতে লাগবে সর্বোচ্চ ২০ বছর—যা যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে একটি নজিরবিহীন কঠোরতা হিসেবে বিবেচিত হচ্ছে।

যদিও সাধারণ নিয়ম কঠোর হচ্ছে, তবে ব্যতিক্রম হিসেবে শিক্ষক, নার্স এবং নিয়মিত ট্যাক্স প্রদানকারীদের জন্য ৩ থেকে ৫ বছরের মধ্যে ILR পাওয়ার সুযোগ বজায় রাখার কথা জানিয়েছেন হোম সেক্রেটারি। এই গোষ্ঠী যুক্তরাজ্যের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে।

শাবানা মাহমুদ ৬০ পৃষ্ঠার “Fairer Pathway of Settlement” নথি থেকে এসব মূল পরিবর্তন সংসদে তুলে ধরেন। এই নথি এখন কনসাল্টেশন পর্যায়ে রয়েছে, যেখানে প্রত্যেক ব্রিটিশ সিটিজেন অনলাইনে মতামত দিতে পারবেন। ওই মতামতের ভিত্তিতেই চূড়ান্ত আইন কী হবে বা হবে না—তা নির্ধারণ করবে সরকার।

যুক্তরাজ্যে যারা বহু বছর ধরে বৈধভাবে অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও ILR-এর অপেক্ষার সময় বাড়িয়ে ২০ বছর করার প্রস্তাব উঠেছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘমেয়াদি অভিবাসীদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এই পরিবর্তনগুলোর ওপর জনমত সংগ্রহ (consultation) চলবে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর প্রস্তুত হবে নতুন অভিবাসন নীতির চূড়ান্ত কাঠামো।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ফ্যাট ডাক রেস্তোরাঁর বিরুদ্ধে তাদের পেস্ট্রি শেফের মামলা

লন্ডনের হেইনল্টে সন্ত্রাসী হামলায় একজন অপ্রাপ্তবয়স্ক বালক নিহত

২৪ ঘণ্টায় দ্বিতীয়বার বন্ধ তিন মোবাইল নেটওয়ার্কঃ যুক্তরাজ্যে ‘ডিজিটাল ব্ল্যাকআউট’?

নিউজ ডেস্ক