TV3 BANGLA
ফিচার

অক্সফোর্ডে নতুন শব্দ হিসাবে ‘ব্রেন রট’ যোগ

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রতি বছর অভিধানে একটি নতুন শব্দ যোগ করে, এ বছরের জন্য ‘ব্রেন রট’ শব্দটি বেছে নেওয়া হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রতি বছর এমন একটি শব্দ নির্বাচন করে যা গত ১২ মাসকে প্রতিফলিত করে বা দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক তাৎপর্য রাখে, তবে ২০২৪ সালের জন্য নির্বাচিত শব্দটি খুবই আকর্ষণীয়।

এ বছর ৬টি শর্টলিস্ট শব্দ থেকে ব্রেন রট বেছে নিয়েছে, এই পছন্দটি ৩৭ হাজারেরও বেশি মানুষের ভোটের ভিত্তিতে করা হয়েছে। মস্তিষ্কের পচন প্রাথমিকভাবে একজন ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার হ্রাস বর্ণনা করতে ব্যবহৃত হয়, বিশেষ করে যারা প্রচুর (অনলাইন) বিষয়বস্তু দেখেন তাদের জন্য। মজার ব্যাপার হলো, এটি কোনো নতুন শব্দ নয়, কম্পিউটারের আবির্ভাবের আগেও এটি ছিল।

ব্রেইন রট শব্দটি প্রথম ১৮৫৪ সালে ওয়াল্ডেন বইতে ব্যবহার করা হয়, কিন্তু ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অক্সফোর্ড প্রেসের মতে, শব্দটি ২০২৪ সালে অনেক জনপ্রিয়তা অর্জন করে, কারণ উদ্বেগ ছিল যে, অনলাইনে খুব বেশি নিম্নমানের সামগ্রী দেখা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সূত্রঃ জে.এন

এম.কে
০৪ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বন্ধ হচ্ছে কোটি কোটি জিমেইল! কারণ কী?

পরিবারের সবার কাপড় ধুতে হয় ৭৩ শতাংশ ব্রিটিশ নারীকে!

অনলাইন ডেস্ক

যেভাবে ‘পেগাসাস স্পাইওয়্যার’ থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখবেন

অনলাইন ডেস্ক