4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

অগ্নিগর্ভ মণিপুর, রাতভর গোলাগুলি থানায় হামলা বাড়িঘরে আগুন

ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলার একটি থানায় ব্যাপক হামলা চালিয়েছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা।

জেলার বোরোবেকরা মহকুমার পুলিশ জানায়, জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বোরোবেকরা থানায় ভোর সাড়ে ৫টায় গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বোমা হামলার ঘটনাও ঘটেছে।

মণিপুরের পুলিশ প্রধান রাজীব সিং সাংবাদিকদের বলেছেন, জিরিবাম জেলাসহ কিছু এলাকায় বিক্ষিপ্ত গোলাগুলি চলছে। নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে জিরিবাম জেলায় মেইতে এবং কুকিদের সংঘাতে পাঁচ জন নিহত হয়েছিলেন।

মাস খানেকের বিরতির পরে নতুন করে আবারো অশান্তি ছড়াচ্ছে মণিপুরের জিরিবাম জেলায়। শনিবার ভোর থেকে মেইতেই এবং কুকি সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন এলাকায় দফায় দফায় গোলাগুলি চলছে।

মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিলে তার প্রতিবাদে ২০২৩ সালের ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে মণিপুরে অশান্তির সূত্রপাত হয়।

মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান-প্রধান জনজাতি কুকি, জো-সহ কয়েকটি সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা প্রায় ৬০ হাজার।

রাজ্যটিতে শান্তি ফেরাতে বিভিন্ন জনগোষ্ঠীর বিধায়কদের নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বৈঠকের আয়োজন করেছে চলতি সপ্তাহে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২০ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত!

এক কেজি আলুর দাম পঞ্চাশ হাজার টাকা

৩ মাসে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ কানাডায়