15.3 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অপেক্ষমাণ তালিকা কমাতে এনএইচএসে আসছে ‘অনলাইন হাসপাতাল’: স্টারমারের ঘোষণা

অপেক্ষমাণ তালিকা কমাতে এবং স্বাস্থ্যসেবাকে আধুনিকায়নের লক্ষ্যে এনএইচএসে চালু হতে যাচ্ছে একটি নতুন উদ্যোগ—‘অনলাইন হাসপাতাল’। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার পার্টির কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ ঘোষণা দেন। সরকারের দাবি, ২০২৭ সালে কার্যক্রম শুরু করা এই সেবা প্রথম তিন বছরে অতিরিক্ত ৮.৫ মিলিয়ন অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।

 

এনএইচএস অনলাইন হাসপাতাল রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি যুক্ত করবে। এনএইচএস অ্যাপের মাধ্যমে রোগীরা প্রেসক্রিপশন ট্র্যাক করা, স্ক্যান ও টেস্টের জন্য রেফার হওয়া, রোগ ব্যবস্থাপনার পরামর্শ নেওয়া—সবই করতে পারবেন। যাদের শারীরিক পরীক্ষা বা প্রক্রিয়ার প্রয়োজন হবে তারা অ্যাপ থেকেই নিকটবর্তী হাসপাতাল, সার্জিক্যাল হাব বা কমিউনিটি ডায়াগনস্টিক সেন্টারে বুক করতে পারবেন।

স্বাস্থ্যসচিব ওয়েস স্ট্রিটিং জানান, ইতিমধ্যে কিছু এনএইচএস সংস্থায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে এবং রোগীদের ৪৮ ঘণ্টার মধ্যেই ট্রায়াজ করা যাচ্ছে। তিনি বলেন, “এটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সময় লাগবে, কারণ আমাদের নিশ্চিত হতে হবে সেবা নিরাপদ এবং কার্যকর।” একই সঙ্গে তিনি পরিষ্কার করেন, ব্যক্তিগত স্বাস্থ্যসেবায় ভ্যাট বসানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

লিভারপুলে দেওয়া বক্তৃতায় কিয়ার স্টারমার এই উদ্যোগকে এনএইচএসের জন্য একটি “নতুন অধ্যায়” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “অপেক্ষার সময় কমবে প্রতিটি মানুষের জন্য। এটাই জাতীয় নবায়ন, এটাই সবার জন্য তৈরি ব্রিটেন।” স্টারমার আরও যোগ করেন, লেবারের দায়িত্ব শুধু এনএইচএসকে উদযাপন নয়, বরং ভবিষ্যতের জন্য এটিকে আরও ভালোভাবে তৈরি করা।

এনএইচএস প্রোভাইডার্স-এর প্রধান নির্বাহী ড্যানিয়েল এলকেলেস এই উদ্যোগকে “সাহসী ও উত্তেজনাপূর্ণ” বলে উল্লেখ করলেও সতর্ক করে দেন, এর সুফল যেন প্রচলিত গুরুত্বপূর্ণ সেবাগুলোকে অস্থিতিশীল না করে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে অষ্ট্রেলিয়ার ৯৯% রফতানি পণ্য শুল্কমুক্ত

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাজা চার্লস

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত