TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধ প্রবেশ রোধে কঠোর যুক্তরাজ্যঃ ৪০ হাজার প্রবেশ চেষ্টা ঠেকানো, প্রায় ৫০ হাজার বহিষ্কার

ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ব্রিটিশ সরকার। হোম অফিস জানিয়েছে, ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার অবৈধ প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে অবস্থানকারী প্রায় ৫০ হাজার মানুষকে আটক ও দেশ থেকে অপসারণ করা হয়েছে।

 

হোম অফিসের এক মুখপাত্র বলেন, ফ্রান্সের সঙ্গে পরীক্ষামূলক চুক্তির আওতায় এখন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানো ব্যক্তিদের ফেরত পাঠানো হচ্ছে। সরকারের দাবি, এই উদ্যোগ অবৈধ চ্যানেলে যুক্তরাজ্যে আসার প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

অবৈধ অভিবাসনের প্রণোদনা কমাতে স্বরাষ্ট্র মন্ত্রী সম্প্রতি আধুনিক কালের সবচেয়ে ব্যাপক সংস্কার ঘোষণা করেছেন। যেসব অভিবাসীর যুক্তরাজ্যে থাকার কোনো আইনগত অধিকার নেই, তাদের দ্রুত অপসারণ নিশ্চিত করতে আপিলের সুযোগ একটিমাত্র পথে সীমিত করা হয়েছে। পাশাপাশি যেসব আশ্রয় আবেদন সফল হওয়ার সম্ভাবনা কম, সেগুলো দ্রুত নিষ্পত্তি করে বহিষ্কার প্রক্রিয়া জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোম অফিসের তথ্যমতে, জুলাই ২০২৪ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ব্যর্থ আশ্রয়প্রার্থী, বিদেশি অপরাধী ও অন্যান্য অভিবাসন আইনভঙ্গকারীকে বহিষ্কার বা অপসারণ করা হয়েছে। এটি জুলাই ২০২৪–এর আগের ১৬ মাসের তুলনায় ২৩ শতাংশ বেশি।

সরকার আশ্রয়প্রার্থী হোটেলের ওপর নির্ভরতা কমানোর কথাও জানিয়েছে। ২০২৩ সালের গ্রীষ্মে যেখানে ৪০০টির বেশি হোটেল ব্যবহৃত হচ্ছিল এবং দৈনিক ব্যয় ছিল প্রায় ৯ মিলিয়ন পাউন্ড, সেখানে এখন ২০০টিরও কম হোটেল চালু রয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই সব আশ্রয়প্রার্থী হোটেল বন্ধ করা হবে।

এদিকে মানবপাচার চক্র দমনে বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট–এর আওতায় নতুন ও শক্তিশালী ক্ষমতা প্রয়োগ শুরু হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী সংগঠিত অভিবাসন অপরাধের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করতে পারছে।

নতুন আইনের আওতায় ছোট নৌকা বা মানবপাচারে ব্যবহৃত হতে পারে—এমন যেকোনো সরঞ্জাম সরবরাহ বা বহন করাও এখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। সরকারের মতে, এসব ব্যবস্থা মানবপাচার চক্রকে দুর্বল করতে সহায়ক হবে।

উল্লেখ্য, ২০২২ সাল ছিল ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে খারাপ বছর, যখন ৪৫ হাজারের বেশি মানুষ এ পথে দেশটিতে প্রবেশ করে। বর্তমান সরকার বলছে, নতুন আইন, আন্তর্জাতিক সহযোগিতা ও কঠোর প্রয়োগের মাধ্যমে সেই প্রবণতা পাল্টে দেওয়া হচ্ছে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে

আরো পড়ুন

ঋষি সুনাকের দলের ভরাডুবি, এক ধাক্কায় তিনে কনজারভেটিভ

রুয়ান্ডায় যেতে চায় না বলে হারিয়ে যাচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীরা

যুক্তরাজ্যে জনগণের সঞ্চয়ের উপরেও নির্ধারণ হতে পারে ট্যাক্সঃ গবেষণা