TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসন নিয়ম ভঙ্গঃ যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক স্পনসর লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যে অভিবাসন নিয়ম ভঙ্গ ও বিদেশি কর্মী শোষণের দায়ে রেকর্ড সংখ্যক নিয়োগদাতার ভিসা স্পনসর লাইসেন্স বাতিল করেছে সরকার। জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫-এর মধ্যে মোট ১,৯৪৮টি লাইসেন্স বাতিল করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। আগের ১২ মাসে এই সংখ্যা ছিল ৯৩৭।

সরকারি তথ্যে জানা গেছে, অনেক কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসার অপব্যবহার করে অভিবাসীদের নিয়ম ফাঁকি দিতে সাহায্য করেছে এবং স্থানীয় কর্মীদের তুলনায় বিদেশি কর্মীদের কম মজুরি দিয়ে শোষণ করেছে। স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, খুচরা ব্যবসা ও নির্মাণ খাতকে এসব অনিয়মের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রবণতা অব্যাহত থাকলে, চলতি বছরও লাইসেন্স বাতিলের সংখ্যা নতুন রেকর্ড ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। অথচ ২০২১-২২ এবং ২০২২-২৩ সালে যথাক্রমে মাত্র ২৬১ ও ২৪৭টি লাইসেন্স বাতিল হয়েছিল।

সরকার জানিয়েছে, অবৈধ কার্যক্রমে জড়িত নিয়োগদাতাদের আর্থিক জরিমানা, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং মামলা করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যে দেশগুলো যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়, তাদের জন্য ভিসা অ্যাক্সেস সীমিত করারও ঘোষণা দিয়েছে সরকার।

গত এক বছরে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তার বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে ৩৫,০০০ অবৈধ অভিবাসীকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। এছাড়া ন্যাশনাল ক্রাইম এজেন্সির (NCA) অভিযান কার্যক্রম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মাইক ট্যাপ এমপি বলেন, “যারা আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি কর্মীদের ব্যবহার করে ব্রিটিশ কর্মীদের মজুরি কমানো ও অসহায় কর্মীদের শোষণ কোনোভাবেই সহ্য করা হবে না।”

সরকারি সংস্থা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে তথ্য ও গোয়েন্দা সহযোগিতা বাড়ায় এই অভিযানে সফলতা এসেছে। আগে যেখানে মূলত পরিদর্শনের ওপর নির্ভর করা হতো, সেখানে নতুন পদ্ধতির মাধ্যমে দ্রুত ও ব্যাপক হারে লাইসেন্স বাতিল করা সম্ভব হয়েছে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অবৈধভাবে থাকা যাবে নাঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে কড়া বার্তা যুক্তরাজ্যের

লন্ডনের প্রাক্তন পুলিশস্টেশনে মিলিয়ন পাউন্ডের গাঁজার খামার!

যুক্তরাজ্যে সব মোবাইল ফোনে যুক্ত হতে যাচ্ছে নতুন সতর্ক সিস্টেম বা বার্তা