3.9 C
London
December 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসীদের হোটেলে রাখা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

অভিবাসীদের হোটেলে রাখার সিদ্ধান্ত থেকে অনেক দিন ধরেই সরে আসতে চাইছিল যুক্তরাজ্য সরকার৷ কারণ সরকারি হিসাবে দেখা গেছে, আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখতে গেলে দেশটির সরকারের প্রতিদিন প্রায় ৮০ লাখ পাউন্ড খরচ হয়৷

অভিবাসন পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়প্রার্থীদের জন্য বরাদ্দ করা হোটেলের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য৷ এই সপ্তাহে ব্রিটেনের কনজারভেটিভ সরকার জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে অন্তত ৫০টি হোটেলের সংখ্যা কমিয়ে আনা হবে৷

অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক দেশটির পার্লামেন্টে বলেছেন, আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫০টি হোটেল অভিবাসীদের থাকার ব্যবস্থা বন্ধ করতে যাচ্ছে সরকার৷

জেনরিক বলেন, আশ্রয়প্রার্থীদের ভাগাভাগি করে রাখা এবং পরিত্যক্ত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের চেষ্টাসহ সাম্প্রতিক পদক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে৷ অবশ্য সামরিক ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রে সরকারকে কিছু স্থানীয় বিরোধিতার মুখে পড়তে হয়েছে৷

আশ্রয়প্রার্থীদের আবাসন সুবিধা দিতে দক্ষিণ-পশ্চিম ইংলিশ উপকূলে নোঙ্গর করে রাখা বিতর্কিত ‘বিবি স্টকহোম’ ভাসমান বার্জটির কথাও উল্লেখ করেন মন্ত্রী৷

গত আগস্টে বার্জটিতে আশ্রয়প্রার্থীদের রাখা হয়৷ কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিলে অভিবাসীদের সেই বার্জ থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাজ্য সরকার৷ তবে সংক্রমণ মুক্ত করার পর গত সপ্তাহ থেকে আবারও আশ্রয়প্রার্থীদের বার্জটিতে নিয়ে যাওয়া হচ্ছে৷ মোট পাঁচশ পুরুষ আশ্রয়প্রার্থীকে বার্জটিতে রাখার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার৷

যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক অভিবাসী আসার পর অন্তত চারশটি হোটেলকে আশ্রয়প্রার্থীদের রাখার জন্য ব্যবহার করছে যুক্তরাজ্য৷ সরকারের দেয়া তথ্য অনুযায়ী, হোটেলগুলোতে অন্তত ৪৭ হাজার ৫০০ মানুষকে রাখা হয়েছে৷

অভিবাসনমন্ত্রী জেনরিক আরো বলেন, ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অনিয়মিত অভিবাসীর সংখ্যা গত বছরের তুলনায় অন্তত এক পঞ্চমাংশ কমেছে৷ চলতি বছর এখন পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২৬ হাজার ৫০১৷ গেল বছর রেকর্ডসংখ্যক ৪৫ হাজার আশ্রয়প্রার্থী বিপজ্জনক এই অভিবাসন রুট পেরিয়ে যুক্তরাজ্যে আসেন৷

এ বছরের শুরুতে, ইংলিশ চ্যানেল হয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে ফ্রান্সের উপকূলে নজরদারি বাড়াতে প্যারিসের সঙ্গে একটি চুক্তি সই করেছে লন্ডন৷ সেই চুক্তির আওতায় ফ্রান্সকে অর্থ দেবে যুক্তরাজ্য৷

এদিকে, লন্ডনে আগামী বছর জাতীয় নির্বাচন৷ ভোটের আগে অভিবাসন ইস্যুটি রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে৷ অনিয়মিত অভিবাসন ঠেকানোকে নির্বাচনের আগে নিজের পাঁচটি অগ্রাধিকারের একটি হিসেবে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷

অনিয়মিত অভিবাসন ঠেকাতে এরইমধ্যে একটি আইন পাশ করেছে যুক্তরাজ্য৷ এমনকি, আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতেও উদ্যোগ নিয়েছে সুনাক সরকার৷ তবে আদালতের নির্দেশে একজন আশ্রয়প্রার্থীকেও এখনও আফ্রিকার দেশটিতে পাঠাতে পারেনি যুক্তরাজ্য৷

এম.কে
০৪ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

‘ঈদ মোবারাক’ লেখা লাইটে সাজল পূর্বলন্ডনের বাংলা টাউন

অতি দ্রুত ছড়ায় করোনার ব্রাজিলিয়ান স্ট্রেইন

নিউজ ডেস্ক

পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেয়ায় খুশি নন ফিলিস্তিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক