5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে সম্প্রচারিত একটি তথ্যচিত্রের সম্পাদনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়া হয়েছে।

বিবিসি স্বীকার করেছে, ট্রাম্পের ভাষণের সম্পাদনার ফলে একটি ‘বিভ্রান্তিকর’ ধারণা ছড়িয়েছে। এটি আরও সাবধানতার সঙ্গে করা উচিত ছিল।

গত বছর সম্প্রচারিত তথ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তৃতার দুটি অংশ একত্রিত করা হয়েছিল। বক্তব্য শুনে মনে হয়েছিল, তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গাকে উৎসাহিত করছেন।

বিবিসির একজন মুখপাত্র রয়টার্সকে একটি ইমেলে জানিয়েছেন, ‘আমরা চিঠিটি পর্যালোচনা করব এবং যথাসময়ে সরাসরি জবাব দেব।’

যুক্তরাজ্যের সরকারি অর্থায়নে পরিচালিত বিবিসির চেয়ারম্যান সামির শাহ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানানো যায়, তা ‘বিবেচনা’ করা হচ্ছে।

ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মামলা করবেন কি না, জানতে চাইলে শাহ বলেন, ‘আমি এখনো তা জানি না, তবে তিনি একজন মামলাকারী ব্যক্তি। তাই আমাদের সকল পরিণতির জন্য প্রস্তুত থাকা উচিত।’

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্টের চিঠির বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

ইউরোপে ভ্রমণকালে ‘অবাধ্য’ আচরণে মোটা অঙ্কের জরিমানা

নিউজ ডেস্ক

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রুশ চেচনিয়া

করোনা টিকা নিয়ে মিথ্যাচার ও লকডাউনে সেক্স পার্টি, যুক্তরাষ্ট্রের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা বরখাস্ত