আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দুটি প্যাকেজ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারিভাবে প্যাকেজ দুটির ঘোষণা দেন।
ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী, এবার হজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
চলতি বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। তবে এবার বিশেষ প্যাকেজ থাকছে না।
ঘোষিত দুটি প্যাকেজের মধ্যে একটির নাম আজিজিয়া। যেটিতে খরচ কমেছে এক লাখ টাকা। অন্যটিতে খরচ কমেছে ৪০-৪৫ হাজার টাকা। বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়।
প্রসঙ্গত, আগামী বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
এম.কে
৩০ অক্টোবর ২০২৪