9.5 C
London
December 25, 2024
TV3 BANGLA
Uncategorized

আগামী শীতেই মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে: ফাইজার টিকা উদ্ভাবক

আগামী শীতের মধ্যেই মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে আশাবাদ জানিয়েছেন ফাইজার ও বায়োএনটেকের টিকার অন্যতম উদ্ভাবক উগর শাহিন। রোববার (১৫ নভেম্বর) বিবিসি প্রকাশিত খবরে এ কথা বলা হয়।

উগর শাহিন জানান, তাদের টিকার কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে আগামী গ্রীষ্মেই। গত সপ্তাহেই ফাইজার ও বায়োএনটেক জানায়, তাদের তৈরি টিকা ৯০ শতাংশ সুরক্ষা দেবে করোনাভাইরাস থেকে। গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি হিউম্যান ট্রায়ালে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতেই টিকা সরবরাহ শুরুর কথা জানিয়েছেন শাহিন।

তার ধারণা, গ্রীষ্মকাল ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হবে। সংক্রমণ কিছুটা নিম্নমুখী হবে এ সময়। আগামী এপ্রিলের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে বলেও আশাবাদী তিনি।

তিনি আরও জানান, সবচেয়ে জরুরি হচ্ছে, আগামী শীতের আগেই বেশি সংখ্যায় টিকা প্রয়োগ। যাতে ওই সময়ের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। আর আমি আত্মবিশ্বাসী, এটা সম্ভব। কারণ বেশ কয়েকটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সরবরাহ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।


নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২০

আরো পড়ুন

Covid-19 – Doctor’s advice

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮, আহত ৪০০০

অনলাইন ডেস্ক

ডা. মঈনের মৃত্যু: কোন্ পথে বাংলাদেশ?