5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

আজ মঙ্গলবার বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

আজ মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। আমেরিকান সংবাদসংস্থার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার শুধু দুইজনের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা বৈঠকে বসবেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি।’

ইতিমধ্যে ৫৭ জনের বহর ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেয়ার কথা আছে।

অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ড. ইউনূস। এখানে সাইড লাইনে বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সূত্রঃ ভয়েস অব আমেরিকা

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

গ্রেফতারের পরক্ষণেই মুক্ত ট্র‍্যাম্প

তীব্র শ্রমিক সংকট, চারদিনের কর্মসপ্তাহ চালু করল জার্মানি

রোমহষর্ক তথ্য দিলেন এক ব্রিটিশ নাগরিক