উত্তর প্রদেশের শামলি জেলায় ২৫০ বছরের পুরনো জরাজীর্ণ এক মসজিদের সামনে আজান দেওয়ার সময় গ্রেফতার কর হয়েছে এক যুবককে। ওই যুবক জালালাবাদের বাসিন্দা। ওমর কুরেশি আহাতা নামে ওই যুবক গৌসগড় গ্রামের ওই মসজিদের সামনে আজাদ দেন। গ্রামের প্রধান নীরজ কুমারের অভিযোগে ভিত্তিতে কুরেশিকে গত শনিবার গ্রেফতার করা হয়।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২০ দশকের গোড়ার দিকে তৈরি হওয়া এক জরাজীর্ণ মন্দিরের সামনে গিয়ে নামাজ আদায়ের চেষ্টা করছিলেন ওই যুবক। ওই মসজিদটি বহুকাল ধরেই অব্যবহৃত। অব্যবহৃত স্থানে গিয়ে প্রার্থনার চেষ্টা করায় তিনি ১৯৪০ সালের ব্রিটিশ আদেশ লঙ্ঘন করেছেন। ওই মসজিদের আজানের একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন যুবক।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
এম.কে
০৯ জানুয়ারি ২০২৪