4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আফগানিস্তানে নিরস্ত্র ব্যক্তিদের হত্যা করেছে এসএএস কর্মীরা!

আফগানিস্তানে এসএএস কর্মীরা একাধিকবার শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে বন্দী এবং নিরস্ত্র ব্যক্তিদের হত্যা করেছে। বিবিসি সম্প্রতি এসব তথ্য তুলে ধরেছে।

 

সদ্য প্রাপ্ত সামরিক প্রতিবেদন থেকে জানা যায়, একটি ইউনিট ছয় মাসের সফরে বেআইনিভাবে ৫৪ জনকে হত্যা করেছে।

 

বিবিসি প্রমাণ পেয়েছে বিশেষ বাহিনীর সাবেক প্রধান হত্যার তদন্তে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।

 

প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, ব্রিটিশ সেনারা ‘আফগানিস্তানে সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করেছে’।

 

বিবিসি বুঝতে পেরেছে, ইউকে স্পেশাল ফোর্সের প্রাক্তন প্রধান জেনারেল স্যার মার্ক কার্লটন-স্মিথকে কথিত বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছিল কিন্তু রয়্যাল মিলিটারি পুলিশের কাছে প্রমাণ পাঠাননি, এমনকি আরএমপি এসএএস-এ হত্যার তদন্ত শুরু করার পরেও।

 

স্কোয়াড্রন জেনারেল কার্লেটন-স্মিথ, যিনি গত মাসে পদত্যাগ করার আগে সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন, এই ঘটনায় মন্তব্য করতে অস্বীকার করেন।

 

বিশেষ বাহিনীর সাথে কাজ করা বেশ কয়েকজন ব্যক্তি বলেছেন এসএএস স্কোয়াড্রনগুলো সর্বাধিক হত্যাকাণ্ডের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে এবং বিবিসি দ্বারা যাচাই করা স্কোয়াড্রনটি প্রতিস্থাপিত স্কোয়াড্রনের তুলনায় উচ্চতর বডি কাউন্ট অর্জনের চেষ্টা করছে।

 

অভ্যন্তরীণ ইমেলগুলি দেখায় যে বিশেষ বাহিনীর সর্বোচ্চ স্তরের কর্মকর্তারা সম্ভাব্য বেআইনি হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু এটি করার আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সামরিক পুলিশকে সন্দেহের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হয়েছেন।

 

১২ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

সুখবর! নির্মাণকর্মীরা সহজেই পাবেন যুক্তরাজ্যের ভিসা

যুক্তরাজ্যে নতুন করে অপরাধী না ধরার পরামর্শ দেয়া হয়েছে পুলিশ প্রশাসনকে

বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্যঃঅ্যামনেস্টি