9 C
London
October 12, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আফগানিস্তানের ঘোষণাঃ পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেট নয়

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) ঘোষণা দিয়েছে, তারা ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলবে না। একই সঙ্গে আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও আফগান দল পাকিস্তান দলের সঙ্গে করমর্দন এড়িয়ে চলবে বলে জানানো হয়েছে। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, “জাতীয় মর্যাদা ও আত্মসম্মানের স্বার্থে পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেট সম্পর্ক রাখা হবে না।”

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন ক্রিকেট সম্পর্ককেও প্রভাবিত করেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বারবার অসম্মানজনক আচরণ, নিরাপত্তা ইস্যু ও কূটনৈতিক শীতলতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে চলতি বছরের শেষের দিকে নির্ধারিত আফগানিস্তান-পাকিস্তান সিরিজও বাতিল হয়ে গেল।

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনো এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তানের ক্রিকেট মহল এই সিদ্ধান্তকে “অতি আবেগপ্রবণ ও অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছে। পাকিস্তানের সাবেক অধিনায়করা বলছেন, খেলাধুলাকে রাজনৈতিক সম্পর্কের বাইরে রাখা উচিত ছিল।

আফগানিস্তানের তরুণ ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে জাতীয় মর্যাদা রক্ষার সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন—এতে ক্রিকেটীয় উন্নয়ন ব্যাহত হবে। তবু আফগান বোর্ডের অবস্থান স্পষ্ট—দেশের মর্যাদা সর্বাগ্রে।

সূত্রঃ পিটিভি স্পোর্টস

এম.কে
১২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

স্পেনের জুমিলায় জনসমক্ষে মুসলিম উৎসব নিষিদ্ধঃ ক্ষোভ ও আইনি চ্যালেঞ্জের হুমকি

বিশ্বের সবচেয়ে সহিংস দেশ মিয়ানমার, বাংলাদেশ ২২তম

লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে বি.ক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ নিহত