TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আবার ক্ষমতায় গেলে অভিবাসনে লাগাম টেনে ধরবেন ঋষি সুনাক

আসছে নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি৷ তার আগে একই বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করেছিল প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি৷

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, আসছে নির্বাচনে ক্ষমতায় গেলে তার দল কাজের ও পারিবারিক ভিসা দেয়া কমিয়ে দেবে৷ দেশটিতে চলমান অভিবাসন পরিস্থিতি মোকাবিলা করতেই এমন পরিকল্পনা তার৷

এর আগে যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা কিয়ার স্টারমার জানান, আসন্ন সাধারণ নির্বাচনে জয় পেলে যুক্তরাজ্যমুখী অভিবাসন প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনা হবে। শনিবার ১ জুন যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন৷

যুক্তরাজ্যে আসছে ৪ জুলাইয়ে নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়েই দাঁড়িয়েছে৷ গত বছর দেশটিতে পাড়ি জমানো মোট অভিবাসীর সংখ্যা ছয় লাখ ৮৫ হাজার৷ যদিও এই সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২২ সালের তুলনায় কম, দুই রাজনৈতিক দলই বলছে এই সংখ্যা অনেক বেশি৷

সুনাক জানান, বছর বছর অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হলেও তা শিক্ষার্থী এবং সিজনাল ওয়ার্কেরদের উপর কোনো প্রভাব পড়বে না৷

অভিবাসীদেরকে রুয়ান্ডা স্থানান্তরিত করার বিষয়ে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার পর আগামী ২৪ জুলাই রুয়ান্ডামুখী প্রথম ফ্লাইটের যাত্রা করতে পারে বলে জানিয়েছে সরকার একজন আইনজীবী৷ তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ৪ জুলাইয়ের নির্বাচনে জিতে ক্ষমতায় আসছে কি না তার উপর৷

তার আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, ৪ জুলাইয়ের আগে অর্থাৎ নির্বাচনের আগে রুয়ান্ডামুখী ফ্লাইট চালু করা হবে না৷ যদি তার সরকার আবার ক্ষমতায় আসে তবেই এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে৷

আর সরকারের আইনজীবী এডওয়ার্ড ব্রাুউন আদালতে জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২৪ জু্লাই অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রুয়ান্ডার উদ্দেশ্যে রওয়ানা হতে পারে৷

গণমাধ্যমের খবরে বলা হয়, ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে তৎপর যুক্তরাজ্য৷ সেই লক্ষ্যে দেশজুড়ে থাকা আশ্রয়প্রার্থীদের আটক করতে শুরু করে পুলিশ৷ এমন বাস্তবতায় আশ্রয়প্রার্থীদের অনেকে আত্মগোপনে চলে গিয়েছেন।আবার অনেকে সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছেছেন আয়ারল্যান্ডে৷

এদিকে, যুক্তরাজ্য হতে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে কত জনকে তারা নেবে, তা নিয়ে নিশ্চিতভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি রুয়ান্ডা৷ দেশটির সরকারের মুখপাত্র ইয়োলান্ডে মাকোলো রোববার বার্তা সংস্থা বিবিসিকে বলেছেন, সংখ্যা নিয়ে কোনো প্রতিশ্রুতি তারা দিতে পারেন না৷

তবে, অন্তত ৫২ হাজার আশ্রয়প্রার্থীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৫ জুন ২০২৪

আরো পড়ুন

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ

অফকমের তদন্তে বাধা দিলে জেল হতে পারে টেক প্রতিষ্ঠানের কর্তাদের

ডলারের বিপরীতে পাউন্ডের শক্তিশালী পতন