আসছে নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি৷ তার আগে একই বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করেছিল প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি৷
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, আসছে নির্বাচনে ক্ষমতায় গেলে তার দল কাজের ও পারিবারিক ভিসা দেয়া কমিয়ে দেবে৷ দেশটিতে চলমান অভিবাসন পরিস্থিতি মোকাবিলা করতেই এমন পরিকল্পনা তার৷
এর আগে যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা কিয়ার স্টারমার জানান, আসন্ন সাধারণ নির্বাচনে জয় পেলে যুক্তরাজ্যমুখী অভিবাসন প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনা হবে। শনিবার ১ জুন যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন৷
যুক্তরাজ্যে আসছে ৪ জুলাইয়ে নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়েই দাঁড়িয়েছে৷ গত বছর দেশটিতে পাড়ি জমানো মোট অভিবাসীর সংখ্যা ছয় লাখ ৮৫ হাজার৷ যদিও এই সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২২ সালের তুলনায় কম, দুই রাজনৈতিক দলই বলছে এই সংখ্যা অনেক বেশি৷
সুনাক জানান, বছর বছর অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হলেও তা শিক্ষার্থী এবং সিজনাল ওয়ার্কেরদের উপর কোনো প্রভাব পড়বে না৷
অভিবাসীদেরকে রুয়ান্ডা স্থানান্তরিত করার বিষয়ে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার পর আগামী ২৪ জুলাই রুয়ান্ডামুখী প্রথম ফ্লাইটের যাত্রা করতে পারে বলে জানিয়েছে সরকার একজন আইনজীবী৷ তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ৪ জুলাইয়ের নির্বাচনে জিতে ক্ষমতায় আসছে কি না তার উপর৷
তার আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, ৪ জুলাইয়ের আগে অর্থাৎ নির্বাচনের আগে রুয়ান্ডামুখী ফ্লাইট চালু করা হবে না৷ যদি তার সরকার আবার ক্ষমতায় আসে তবেই এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে৷
আর সরকারের আইনজীবী এডওয়ার্ড ব্রাুউন আদালতে জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২৪ জু্লাই অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রুয়ান্ডার উদ্দেশ্যে রওয়ানা হতে পারে৷
গণমাধ্যমের খবরে বলা হয়, ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে তৎপর যুক্তরাজ্য৷ সেই লক্ষ্যে দেশজুড়ে থাকা আশ্রয়প্রার্থীদের আটক করতে শুরু করে পুলিশ৷ এমন বাস্তবতায় আশ্রয়প্রার্থীদের অনেকে আত্মগোপনে চলে গিয়েছেন।আবার অনেকে সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছেছেন আয়ারল্যান্ডে৷
এদিকে, যুক্তরাজ্য হতে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে কত জনকে তারা নেবে, তা নিয়ে নিশ্চিতভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি রুয়ান্ডা৷ দেশটির সরকারের মুখপাত্র ইয়োলান্ডে মাকোলো রোববার বার্তা সংস্থা বিবিসিকে বলেছেন, সংখ্যা নিয়ে কোনো প্রতিশ্রুতি তারা দিতে পারেন না৷
তবে, অন্তত ৫২ হাজার আশ্রয়প্রার্থীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার৷
সূত্রঃ রয়টার্স
এম.কে
০৫ জুন ২০২৪