8.2 C
London
March 14, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আমেরিকায় বিচারকের আদেশঃ বহিষ্কৃত হাজারো ফেডারেল কর্মচারী চাকুরীতে পুনর্বহাল

যুক্তরাষ্ট্রে একজন ফেডারেল বিচারক বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, তারা গত মাসে ছয়টি ফেডারেল সংস্থা থেকে বরখাস্ত করা হাজারো কর্মচারীকে কাজে পুনর্বহাল করতে হবে।

মার্কিন জেলা বিচারক উইলিয়াম অলসাপ আদেশ দিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগ, কৃষি বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, জ্বালানি বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং ট্রেজারি বিভাগ থেকে বরখাস্তকৃত কর্মচারীদের কাজে পুনর্বহাল করতে হবে।

তিনি পার্সোনেল ম্যানেজমেন্ট অফিস (OPM)-কে কর্মচারীদের বরখাস্ত করা যাবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দিতে নিষেধ করেছেন।

ক্লিনটন প্রশাসনের মনোনীত বিচারক ছিলেন অলসাপ। বিচারক অলসাপ পার্সোনেল ম্যানেজমেন্ট অফিসের সিনিয়র উপদেষ্টা নোয়া পিটার্স-এর সাক্ষ্য গ্রহণ ও তদন্তের আদেশ দিয়েছেন। পিটার্স এলন মাস্কের “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি”-এর সাথে যুক্ত।

বিচারক অলসাপ জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীকে কঠোরভাবে সমালোচনা করেন, কারণ তারা OPM-এর ভারপ্রাপ্ত পরিচালক চার্লস ইজেল-কে জেরা করার জন্য উপস্থিত করেননি এবং তার শপথ নেওয়া ঘোষণাও প্রত্যাহার করে নিয়েছেন, যা বিচারক “প্রতারণামূলক” বলে অভিহিত করেন।

তিনি বলেন, “সরকার সত্য লুকানোর চেষ্টা করছে এবং ভুয়া ঘোষণা দিচ্ছে। এভাবে মার্কিন জেলা আদালত কাজ করে না।”

ন্যায়বিচার বিভাগের আইনজীবীরা এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের একটি শ্রমিক ইউনিয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর আইনজীবীরা বিচারকের কাছে অনুরোধ করেছেন, অবিলম্বে হাজারো সরকারি কর্মচারীকে কাজে পুনর্বহাল করা হোক, যাদেরকে ভারপ্রাপ্ত পরিচালক চার্লস ইজেলের নির্দেশে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ড্যানিয়েল লিওনার্ড বলেন,
“আদালতের সামনে পাহাড়সম প্রমাণ রয়েছে যে, OPM এই বরখাস্তের নির্দেশ দিয়েছিল। এটি ছিল অবৈধ। বাদীদের আইনি অধিকার রয়েছে, এবং প্রতিটি মুহূর্তেই তাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।”

বিচারক অলসাপ বলেন, “আপনারা বরখাস্তকৃত ব্যক্তিদের এখানে নিয়ে আসতে চাইছেন না, কারণ জানেন যে, জেরা করলে সত্য প্রকাশ পাবে। এটি মার্কিন জেলা আদালত। আমি সন্দেহ করছি যে, আপনারা আমাকে সত্য বলছেন না।”

তিনি আরও বলেন, যদি ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের আকার ছোট করতে চায়, তবে তা অবশ্যই ফেডারেল আইনের বিধিবিধান অনুসারে করতে হবে।

অলসাপ আরো বলেন, “আমি যে কথা বলছি, তা যেন এইভাবে ব্যাখ্যা না করা হয় যে, সান ফ্রান্সিসকোর কোনো এক উন্মাদ বিচারক বলছেন প্রশাসন হতে কর্মীদের ছাঁটাই করতে পারবে না।”

তিনি ব্যাখ্যা করেন, OPM “কর্মদক্ষতার ভিত্তিতে” বরখাস্তের কথা বলে মূলত “Reduction in Force Act” এড়ানোর চেষ্টা করেছে, যা বেআইনি। কারণ কর্মদক্ষতার ভিত্তিতে বরখাস্ত করা কর্মচারীরা বেকার ভাতা পর্যন্ত পায় না।

বিচারক অলসাপ সরকারের বিরুদ্ধে “ভুয়া প্রমাণ” দেওয়ার অভিযোগ আনেন।

তিনি বলেন, “আপনারা ইজেল-এর ঘোষণা প্রত্যাহার করেছেন, তাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেননি। এটি সম্পূর্ণ প্রতারণা। এটি আমাকে ক্ষুব্ধ করেছে। আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই আদালতে আছি। আমি জানি কীভাবে সত্য উদ্ঘাটন করতে হয়, কিন্তু আপনারা আমাকে প্রেস বিজ্ঞপ্তির মতো মিথ্যা নথি দিচ্ছেন।”

আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ (AFGE)-এর সভাপতি এভারেট কেলি, বিচারক অলসাপের আদেশকে স্বাগত জানান।

তিনি বলেন, “আমরা এই কর্মচারীদের এবং তাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য কৃতজ্ঞ। AFGE লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না অন্যায় ও অবৈধভাবে বরখাস্তকৃত সমস্ত কর্মচারী তাদের চাকরি ফিরে পান।”

বিচারক অলসাপ বলেন, “প্রশাসন ‘Merit Systems Protection Board’ ধ্বংস করতে চাইছে”। যেখানে তারা প্রধান ও বিশেষ উপদেষ্টা হ্যাম্পটন ডেলিঙ্গারকে বরখাস্ত করেছে।

তিনি আরও বলেন, “আমি একটি ভুল ব্যবস্থার শিকার হয়েছি। এখানে আদালতের এখতিয়ার নেই। কিন্তু এখন আমি সত্য উদ্ঘাটনের আদেশ দিচ্ছি, কারণ সরকার এক কথা বলছে, আর বাদীপক্ষ আরেক কথা বলছে।”

বিচারক অলসাপ বলেন, “আজকের দিনটি খুবই দুঃখজনক, যখন আমাদের সরকার কোনো দক্ষ কর্মচারীকে বরখাস্ত করে এবং তা ‘কর্মদক্ষতার ভিত্তিতে’ বলে চালানোর চেষ্টা করে। যদিও তারা জানে এটি সম্পূর্ণ মিথ্যা। এটি আমাদের দেশে হওয়া উচিত ছিল না। এটি ছিল একটি প্রতারণামূলক পদক্ষেপ, যা আইনগত বাধ্যবাধকতা এড়ানোর জন্য নেওয়া হয়েছে।”

সূত্রঃ এবিসি নিউজ

এম.কে
১৩ মার্চ ২০২৫

আরো পড়ুন

২০৩০ সালের মধ্যে স্মার্টফোন শেষ হয়ে যাবে

নিজেই মিডিয়া কোম্পানি খুললেন মেহেদি হাসান

৯০ লাখ বাড়ি খালি, জাপানে দ্রুত কমছে জনসংখ্যা