6.4 C
London
May 5, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

আর নয় এরোপ্লেন মোড, ফ্লাইটে কল করার অনুমোতি দিচ্ছে ইইউ

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) এয়ারলাইন যাত্রীরা খুব শিগগিরই ফ্লাইটের সময় তাদের মোবাইল ফোল সম্পূর্ণরূপে ব্যবহার করতে সক্ষম হবেন।

 

ইউরোপিয়ান কমিশন নিয়ম করেছে যে, ধীরগতির মোবাইল ডেটার পাশাপাশি প্লেনে ফাইভ-জি প্রযুক্তি সরবরাহ করতে পারবে এয়ারলাইনগুলো।

 

এর অর্থ হতে পারে যে ফ্লাইটের সময় যাত্রীদের ফোন বিমান মোডে রাখার প্রয়োজন হবে না। যদিও এটি কীভাবে প্রয়োগ করা হবে তার সুনির্দিষ্ট বিষয়গুলি অস্পষ্ট।

ইইউ সদস্য রাষ্ট্রগুলির জন্য প্লেনে ফাইভ-জি ফ্রিকোয়েন্সি ব্যান্ডস সরবরাহ চালুর সময়সীমা দেওয়া হয়েছে ৩০ জুন ২০২৩৷

 

৩ নভেম্বর প্রকাশিত বিবিসি অনলাইনের প্রতিবেদনে ইইউ-এর ইন্টারনাল মার্কেটের কমিশনার থিয়েরি ব্রেটন বলেছেন, এই পরিকল্পনাটি মানুষের জন্য নতুন পরিষেবা যোগ করবে এবং ইউরোপীয় কোম্পানিগুলিকে সহায়তা করবে।

 

স্মার্টফোন, ট্যাবলেট বা যেকোনো স্মার্ট ডিভাইসের সিম নেটওয়ার্ক, ওয়াইফাই বা ব্লুটুথ ব্লক হয়ে যায় এয়ারপ্লেন মোড চালু করলে। অর্থাৎ এয়ারপ্লেন মোড চালু করলে উক্ত ডিভাইসে কোনো কল করা যাবেনা ও আসবেনা, মেসেজ আসবেনা ও পাঠানো যাবেনা, ইন্টারনেট ও ব্যবহার করা যাবেনা। একে অনেকে ফ্লাইট মুড বা এরোপ্লেন মুড ও বলে থাকেন।

 

ডিসেম্বর  ২০২২
এনএইচ

আরো পড়ুন

দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মো: সাহাবুদ্দিন চুপ্পু

নিউজ ডেস্ক

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স

Buy to Let property: Landlords and Tenants