4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর নিয়ে যুক্তরাজ্যে বিরোধ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো সংক্রান্ত ‘বিতর্কিত’ বিলটি নিয়ে আবারো আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আইনপ্রণেতারা৷

গত ৮ মার্চ ব্রিটিশ সরকার জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো সংক্রান্ত বিলটিতে কিছু সংশোধনী এনে সংসদের নিম্নকক্ষে ফেরত পাঠিয়েছে উচ্চকক্ষ৷ চলতি মাসেই এটি নিয়ে আবার নিম্নকক্ষে আলোচনা হবে৷

এই ইস্যুতে যখনই কোনো আলোচনা সামনে আসে, তখনই ক্ষুব্ধ হয়ে উঠেন ৯১ বছর বয়সি লেবার পার্টির রাজনীতিবিদ আলফ্রেড ডাবস৷ তিনি বলেন, রুয়ান্ডায় শরণার্থীদের পাঠাতে ব্রিটিশ সরকারের পরিকল্পনাটি ‘লজ্জাজনক’ এবং এটি যুক্তরাজ্যের সুনামও ক্ষুণ্ণ করবে৷

এই প্রবীণ মানুষটি জানেন নিজ বাড়ি আর পরিবার পরিজনদের ছেড়ে আসার বেদনা৷ কারণ হলোকাস্ট থেকে বাঁচতে মাত্র ছয় বছর বয়সে তিনি চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে বাচ্চাদের যানে চড়ে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান৷ বর্তমানে তিনি যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির হয়ে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে প্রতিনিধিত্ব করছেন৷ একইসঙ্গে তিনি উদ্বাস্তু মানুষের পক্ষেও বিভিন্ন প্রচারে অংশ নেন৷

রুয়ান্ডার নিরাপত্তা (আশ্রয় ও অভিবাসন) বিলটি’ পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হলেও উচ্চকক্ষে এসে আটকে গেছে৷ কিছু সংশোধনী দিয়ে সেটিকে আবার নিম্নকক্ষে ফেরত পাঠিয়েছে উচ্চকক্ষ৷ কারণ, ওই বিলটিকে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসাবে দেখছেন৷

কিন্তু ডাবসের শঙ্কা, শেষ পর্যন্ত তাদের হাল ছেড়ে দিতে হবে৷ কারণ, হাউস অব লর্ডসে কনজারভেটিভরা একটি বড় গ্রুপ তৈরি করেছে এবং বিরোধী অবস্থানে যারা আছেন, তারাও লড়াইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৯ মার্চ ২০২৪

আরো পড়ুন

বিয়ারগেটে জরিমানা হলে পদত্যাগের প্রতিশ্রুতি লেবার নেতার

বিতর্কিত অভিবাসননীতি বাতিল হলেও টাকা ফেরত দিবে না রুয়ান্ডা

যুক্তরাজ্যের অনেক দরিদ্র পরিবারে ঘুমানোর বিছানাও নেই