5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ইংলিশ চ্যানেল কেন্দ্রিক অভিবাসন ঠেকাতে আবারো তৎপর ব্রিটেন এবং ফ্রান্স

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানা বুধবার যুক্তরাজ্য সফরে গিয়েছেন ইংলিশ চ্যানেলে অনিয়মিত অভিবাসন ঠেকাতে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে৷ একই দিনে ব্রিটিশ উদ্ধার সংস্থা আরএনএলআই জানিয়েছে যে, গতবছর চ্যানেল থেকে অন্তত ১০৮ জনকে উদ্ধার করেছে সংস্থাটি৷
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানা বুধবার দুইদিনের সফরে যুক্তরাজ্য গিয়েছেন৷ সেখানে তিনি অনিয়মিত পথে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বন্ধে আরো কঠোর হতে উদ্যোগী হওয়ার কথা বলেছেন৷
চলতি বছর অবশ্য গতবছরের একই সময়ের তুলনায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার হার কমেছে৷ তবে গত রোববার চলতি বছরের একদিনে সবচেয়ে বেশি অভিবাসীর চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশের ঘটনা ঘটেছে৷ এদিন ৬১৬ জন অভিবাসন প্রত্যাশী এই পথে দেশটিতে পৌঁছান৷ একদিন পর সংখ্যাটি ছিল ৫৪৫ জন৷
যুক্তরাজ্য সরকারের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে ১,২৪৮ জন ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়েছেন৷ চলতি বছর এখন অবধি মোট ৮,৮১৭ জন এভাবে ইংল্যান্ডে প্রবেশ করেছেন৷
গত মার্চে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় ফ্রান্স থেকে ছোট নৌকায় করে অনিয়মিত পথে ব্রিটেনে পৌঁছানো ঠেকাতে ফরাসি পুলিশকে অর্থায়ন করতে সম্মত হয়েছে যুক্তরাজ্য৷
এম.কে
১৭ জুন ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে দেখা মিলছে থ্রিডি প্রিন্টেড বন্দুক!

অনলাইন ডেস্ক

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য