20.3 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংলিশ চ্যানেল থেকে ৩৬ অভিবাসী উদ্ধার

ইংলিশ চ্যানেল থেকে ৩৬ অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে ফরাসি উপকূলরক্ষীরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উত্তর ফ্রান্সের নৌ-কর্তৃপক্ষ এমন দাবি করেছেন।

গেল এক মাসের মধ্যে অভিবাসীদের বেশ কয়েকটি নৌকা আটকে দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। নৌকা থেকে তাদেরকে ফরাসি উপকূলে নিয়ে আসা হয়েছে।

 

গেল নভেম্বরে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় ভেতরের বাতাস বের হয়ে ডিঙ্গি চুপসে গেলে ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্রিটেন ও ফ্রান্স পরস্পরের ওপর দায় চাপিয়েছে।

দুই দেশকে আলাদা করে দেওয়া এই সরু সমুদ্রপথে এমন দুর্ঘটনার কথা খুব বেশি শোনা যায় না। জাহাজ চলাচলে বিশ্বের সবচেয়ে ব্যস্ত পথের একটি খরস্রোতা চ্যানেলটি।

 

মানবপাচারকারীরা ডিঙ্গিগুলো অতিরিক্ত বোঝাই করে সাগরে ছেড়ে দেয়। একমাত্র সাগরের ঢেউগুলোর দয়ায় তারা ব্রিটিশ উপকূলে পৌঁছাতে পারেন।

 

১১ ফেব্রুয়ারি ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

কনজার্ভেটিভ সরকারের আরো একজন মন্ত্রীর পদত্যাগের খবর

হোম অফিসের কাছে ‘বর্ণবাদী’ ভিসা রুট বাতিল করার আহ্বান

অটম বাজেট ২০২৪: মূল বিষয়াবলী

নিউজ ডেস্ক