6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে আসা ২০ শতাংশ কমেছে

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দাবি করেছেন, তার সরকারের নেয়া উদ্যোগের কারণে সমুদ্রপথে অভিবাসীদের আগমন কমছে৷ নিজের পরিকল্পনা কাজে লাগছে উল্লেখ করে নতুন ‘অবৈধ অভিবাসন বিরোধী আইন’ পাসের সমর্থন চেয়েছেন তিনি৷

ক্ষমতায় আসার পর থেকে ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসীদের আগমন থামাতে নানা ব্যবস্থা নিচ্ছে ঋষি সুনাকের প্রশাসন৷ গত অক্টোবরে ক্ষমতায় আসার আগে তার ৫টি প্রধান প্রতিশ্রুতির একটি ছিল এটি৷

 

 

 

সোমবার এক সাংবাদিক সম্মেলনে ঋষি সুনাক বলেন, ‘‘পরিকল্পনা বাস্তবায়নের পর থেকে গত পাঁচ মাসে ইংলিশ চ্যানেল দিয়ে পারাপার গত বছরের তুলনায় ২০ শতাংশ কমেছে৷ আমাদের পরিকল্পনা কার্যকর হয়েছে৷’’

তবে বিরোধী দল লেবার পার্টি দাবি করেছে সুনাক কয়েক লাখ আশ্রয় আবেদন আটকে থাকার বিষয়টি সুরাহা করতে ব্যর্থ হয়েছেন৷ চলতি বছর সাত হাজার ৬০০ আশ্রয়প্রার্থী এরইমধ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেছেন বলেও উল্লেখ করেন তারা৷

সুনাক তার সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে আলবেনিয়ার সঙ্গে করা অভিবাসী প্রত্যাবর্তন চুক্তির উদাহরণ তুলে ধরেন৷ জানান এর ফলে ‘‘ছোট নৌকায় করে আলবেনিয়ানদের আসা ৯০ শতাংশ কমেছে৷’’

 

 

 

 

সাংবাদিক সম্মেলনে নতুন অবৈধ অভিবাসন বিরোধী আইনের পক্ষে সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি৷ আইনটি পাস হলে ইংলিশ চ্যানেল দিয়ে নৌকায় করে আসা অভিবাসীদের আটক করবে যুক্তরাজ্য৷ এরপর তাদেরকে নিজ দেশে অথবা রুয়ান্ডার মতো তৃতীয় নিরাপদ বিবেচিত কোনো দেশে পাঠিয়ে দেয়া হবে৷

উল্লেখ্য, গত বছর ৪৫ হাজার ৭০০ অভিবাসী এই পথে যুক্তরাজ্যে পাড়ি জমান৷ তাদের এক চতুর্থাংশ ছিলেন আলবেনিয়ান৷

অভিবাসীদের বাঁধা দিতে ফ্রান্সের সঙ্গে গত নভেম্বরে দ্বিপাক্ষিক চুক্তি করে যুক্তরাজ্য৷ এর অংশ হিসেবে ফ্রান্সের উত্তরাঞ্চলের সৈকতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ৪০ শতাংশ বাড়ানো হবে৷৷ বিনিময়ে দুই বছরে প্যারিসকে সাত কোটি ২০ লাখ ডলার দিবে লন্ডন৷ সেই সঙ্গে নৌকা শনাক্তকরণ বা বাঁধা দিতে প্রযুক্তি ব্যবহারও জোরদার করা হবে৷

 

 

 

 

এদিকে যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক ব্রিটিশ সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন নতুন অভিবাসন আইন কার্যকর হলে তা বাস্তবায়নে দুই বছরে খরচ হবে সাতশো কোটি ইউরোর বেশি৷ আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা ও প্রত্যাবাসনে এই অর্থ ব্যয় করা হবে৷

বিপুল অভিবাসীর জায়গা দিতে হিমশিম খেয়ে যুক্তরাজ্য সরকার তাদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করে৷ গত সপ্তাহে মধ্য লন্ডনে সেন্ট্রাল হোটেলে এক রুমে তিনজনের থাকার ব্যবস্থা নিয়ে ৪০ জন আশ্রয়প্রার্থীর একটি দল প্রতিবাদে অংশ নেয়৷

বর্তমানে পাঁচ হাজারের বেশি আশ্রয়প্রার্থীকে হোটেলে রেখেছে সরকার৷ এজন্য প্রতিদিন সরকারের খরচ ৬৯ লাখ ইউরো৷ এর মধ্যে এক হাজার জনকে স্থানান্তরে দুইটি মালবাহী নৌযান কিনবে সরকার৷

এম.কে
০৮ জুন ২০২৩

আরো পড়ুন

ব্রিটিশ পাসপোর্টের জন্য ১০ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে

এবারের লকডাউনে যেসব কারণ ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ, অন্যথায় জরিমানা

শহরের জমি ব্যবহারে ফল ও সবজি উৎপাদন ৪০ শতাংশ বাড়াতে পারবে ব্রিটেন

অনলাইন ডেস্ক