ইংল্যান্ডে রেকর্ড সংখ্যক মানুষ এনএইচএস-এর হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষায় আছেন। বিবিসি বলছে এই ওয়েটিং লিস্টে রয়েছেন ৫৪ লাখেরও বেশি মানুষ।
জুনের পরিসংখ্যানে অবশ্য একটি মিশ্র চিত্র দেখা যায়। ১৮ সপ্তাহের বেশি এবং এক বছরের কম সময়ের জন্য অপেক্ষায় থাকা রোগীর পরিমাণ এসময় কমতে দেখা যায়। অন্যদিকে দুই বছরের বেশি সময় অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা বাড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অপেক্ষায় থাকা রোগী বাড়তে দেখা গিয়েছে।
স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেছিলেন যে সরকার এনএইচএসের জন্য “আমাদের আরও কী করা দরকার” সেদিকে নজর দেবে।
এনএইচএস ইংল্যান্ডের অধ্যাপক স্টিফেন পাভিস বলেছেন, গ্রীষ্মে দেখা গেছে যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা নিতে এগিয়ে আসছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী:
- চিকিৎসা শুরুর অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা ২০০৭ সালে যখন রেকর্ডটি শুরু হয়েছে তার পর থেকে এখন সবচেয়ে বেশি।
- ৫৪ লাখের বেশি মানুষ চিকিৎসা শুরুর অপেক্ষায়। গত মে মাসের রেকর্ড ছিল ৫৩ লাখ।
- জুলাইতে ২১.৬ লাখ লোক জরুরি সেবা নিয়েছেন। জুন মাসে সংখ্যাটা ২১.৫ লাখ।
ইংল্যান্ড জুড়ে অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো জুলাইতে ১০ লাখের বেশি কল পেয়েছেন। আর অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষায় থাকাতে হয়েছে আগের তুলনায় বেশি সময়।
তবে আশার কথা হচ্ছে, ১৮ সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা অনেক কমেছে।
১২ আগস্ট ২০২১
এনএইচ